Advertisement
Advertisement
NIA

খলিস্তানি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগ! বিক্ষোভরত কৃষক নেতাকে তলব NIA’র

১৭ জানুয়ারি জেরা করতে তাঁকে ডেকেছে এনআইএ।

NIA summons farmer union leader Baldev Singh Sirsa for questioning | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 16, 2021 3:39 pm
  • Updated:January 16, 2021 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈঠকের পর বৈঠক হচ্ছে, অথচ কৃষি আইন (Farm Law) নিয়ে জট খুলছে না। দেড় মাস ধরে দিল্লি সীমানায় কৃষক বিক্ষোভ অব্যাহত। এরই মাঝে কৃষক বিক্ষোভের সঙ্গে খলিস্তানি সংগঠনের যোগাযোগ নিয়ে বারবার সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপি নেতা-নেত্রীরা। এবার সেই খলিস্তানি যোগ নিয়ে কৃষক নেতাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)।

সূত্রের খবর, খলিস্তানি গোষ্ঠীগুলি একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ভারতে টাকা পাঠাচ্ছে। যার মূল উদ্দেশ্য, দেশজুড়ে খলিস্তানি আন্দোলনের বীজ বপন করা। এনআইএ-এর অভিযোগ, এরকম এক লেনদেনের সাক্ষী বলদেব সিং শিরসা। তিনি আবার কৃষকদের সংগঠন লোক ভালাই ইনসাফ ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট। কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে দফায়-দফায় আলোচনায় চাষিদের তরফে হাজির থাকছেন তিনি। ১৭ জানুয়ারি জেরা করতে তাঁকে ডেকেছে এনআইএ।

Advertisement

[আরও পড়ুন : ট্রায়াল শেষ হয়নি, কোভ্যাক্সিন নিতে নারাজ বহু চিকিৎসক, অস্বস্তিতে কেন্দ্র]

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বৈঠক ডাকা হয়। সেখানে হাজির ছিলেন এনআইএ, সিবিআই, আয়কর, ইডি ও এপসিআরএ-র আধিকারিকরা। সেই বৈঠকে খালিস্তানি আন্দোলনের মদতদাতা শিখ ফর জাস্টিস (SFJ), বব্বর খালসা ইন্টারন্যাশনাল, খলিস্তান জিন্দাবাদ ফোর্স, খলিস্তানি টাইগার ফোর্সের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে তদন্তের নির্দেশ দেয় অমিত শাহের মন্ত্রক। এরপর তদন্ত নেমেছে এনআইএ। এবার এসএফজে-র লেনদেন সংক্রান্ত তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করতে কৃষক নেতাকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই তলব নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।

উল্লেখ্য, গণতন্ত্র দিবসে (Republic Day) লালকেল্লায় ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা সরিয়ে খলিস্তানি (Khalistan) পতাকা তুললে আড়াই লক্ষ ডলার ‘পুরস্কার’ দেওয়ার কথা ঘোষণা করেছিল  বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’। দিল্লি সীমান্তে বিক্ষোভরত কৃষকদের উসকানি দিয়ে এমনই টোপ দেয় দেয় তারা। কুখ্যাত খলিস্তানি জঙ্গি গুরপৎওয়ান্ত সিং পান্নুন একটি ভিডিওতে এমনই প্রস্তাব  দিয়েছে বলে খবর। কৃষক আন্দোলনে বহিরাগত শক্তির উসকা‌নি নিয়ে আগেই মুখর হতে দেখা গিয়েছে বিজেপিকে। এরমধ্যে এই ভিডিও ভাইরাল হওয়ায় সেই যোগ আরও স্পষ্ট হয়। এর মাঝে খলিস্তানি যোগ নিতে তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হল কৃষক নেতাকে। 

[আরও পড়ুন : রাশিয়ার থেকে S-400 কেনা নিয়ে ভারতকে হুঁশিয়ারি আমেরিকার! নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement