সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপ করল দিল্লি। এবার ‘জঙ্গি’ গুরপতওয়ান্ত সিং পান্নুনের বিরুদ্ধে UAPA আইনে মামলা দায়ের করল NIA। ২০১৯ সালে পান্নুনের সংগঠন ‘শিখ ফর জাস্টিস’কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ২০২০ সালে তাঁকে ‘জঙ্গি’ তকমা দেওয়া হয়। এবার আরও একধাপ এগিয়ে পান্নুনের বিরুদ্ধে UAPA ধারায় মামলা করা হল।
NIA জানিয়েছে, কানাডা নিবাসী পান্নুনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৫৩এ, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। UAPA (Unlawful Activities Prevention Act, 1967)-এর ১০, ১৩, ১৬, ১৭, ১৮, ১৮বি এবং ২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়া হুমকি দিয়েছিলেন খলিস্তানি ‘নেতা’ পান্নুন। সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল NIA।
National Investigation Agency (NIA) has registered a case against ‘listed individual terrorist’ Gurpatwant Singh Pannun over his latest viral video threatening the passengers flying and Air India Airlines with a global blockade and closure of the operations of the airline from… pic.twitter.com/cS0U8YmKpM
— ANI (@ANI) November 20, 2023
চলতি মাসের শুরুর দিকে নিষিদ্ধ সংগঠন ‘শিখ ফর জাস্টিসে’র প্রতিষ্ঠাতা পান্নুনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে তাঁকে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল। শিখ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলা হয়, ১৯ নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে উঠবেন না। প্রাণ সংকট হতে পারে। ১৯ নভেম্বর বিশ্বের কোথাও এয়ার ইন্ডিয়ার বিমানকে উড়তে দেওয়া হবে না। বিশ্বজুড়ে এই সংস্থার বিমানকে ‘নিষিদ্ধ’ করা হবে। শুধু তাই নয়, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কাজকর্ম বন্ধেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ওই বিচ্ছিন্নতাবাদী নেতা। ১৯৮৫ সালে ৩২৯ জন যাত্রীকে নিয়ে মাঝ আকাশে ধ্বংস হয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ কনিষ্ক। সেই স্মৃতিই ফিরিয়ে আনার হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার সেই হুমকির জন্যই পান্নুনের বিরুদ্ধে UAPA আইনে মামলা দায়ের করল NIA।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.