ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই হামলার ঠিক আগেই দুবাইয়ে এক ব্যক্তির সঙ্গে দেখা করেছিল তাহাউর রানা। তার সবুজ সংকেত পেয়েই সম্ভবত ২৬/১১ হামলা হয় মুম্বইয়ের বুকে। কিন্তু দুবাইয়ের এই রহস্যময় ব্যক্তিটি কে? সেই জবাব এখনও অধরা এনআইএর কাছে। প্রাথমিকভাবে অনুমান, দুবাইয়ের এই রহস্যময় ব্যক্তি হয়তো পাক সেনা বা গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত।
ভারতে প্রত্যর্পণের পর থেকে এনআইএ হেফাজতে রয়েছে রানা। এনআইএর একাধিক সদস্য তাকে জেরা করছেন। সেই জিজ্ঞাসাবাদেই উঠে এসেছে দুবাইয়ের ওই রহস্যময় ব্যক্তির নাম। এর আগে মার্কিন জিজ্ঞাসাবাদের মুখে পড়েও দুবাইয়ের ওই ব্যক্তির কথা জানিয়েছিল তাহাউর। সেই সংক্রান্ত গোপন নথি ভারতের হাতে তুলে দিয়েছে আমেরিকা। কিন্তু দুবাইয়ের ব্যক্তির পরিচয় জানতে পারেননি মার্কিন আধিকারিকাও। তবে এনআইএ নিশ্চিত, মুম্বই হামলার নেপথ্যে অন্যতম প্রধান ষড়যন্ত্রী ছিল দুবাইয়ের এই রহস্যময় ব্যক্তি।
কিন্তু কে এই দুবাইয়ের ব্যক্তি? তাঁর পরিচয় নিয়ে এখনও কোনও তথ্য নেই। তবে এনআইএ আধিকারিকদের অনুমান, দুবাইয়ের ওই ব্যক্তির সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে। পাক সেনার প্রাক্তন কর্মীও হতে পারে ওই ব্যক্তি। পাকিস্তানের কোনও জঙ্গি সংগঠনের সঙ্গেও তার যোগ থাকতে পারে। তবে এখনও কিছুই প্রমাণ হয়নি। রানাকে জেরার পাশাপাশি দুবাইয়ের এই রহস্যজনক ব্যক্তির খোঁজেও তল্লাশি চালাচ্ছে এনআইএ।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিশেষ বিমান। রাতের দিকে পাটিয়ালা হাউসের বিশেষ এনআইএ আদালতে তোলা হয় পাক বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিককে। শুনানিতে এনআইএ জানায়, মুম্বই হামলার ষড়যন্ত্রের রহস্য উন্মোচনের জন্য রানাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। জাতীয় তদন্তকারী সংস্থা ২০ দিনের হেফাজত চেয়েছিল। তবে আদালত ১৮ দিনের হেফজত মঞ্জুর করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.