সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর ভারতে ফিরেছে ২৬/১১ মূলচক্রী তাহাউর রানা (Tahawwur Rana)। তার প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে দীর্ঘ একটি বিবৃতি পেশ করা হয়েছে এনআইএ-র তরফে। সেখানে বলা হয়, দীর্ঘদিন ধরে বহু প্রচেষ্টার পর অবশেষে ২০০৮ হামলার চক্রীকে বিচারের আওতায় আনা গিয়েছে। মার্কিন আধিকারিকদের সহায়তায় গোটা প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
দিল্লিতে নামার পরেই সন্ত্রাসবিরোধী আইনে রানাকে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ভারতে নামার পরে পাটিয়ালা হাউস কোর্টে নিয়ে যাওয়া হবে ২৬/১১ হামলার মূলচক্রীকে। তার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। বিমানবন্দরে শারীরিক পরীক্ষা শেষ করে আদালতে তোলা হবে রানাকে। তারমধ্যেই রানার প্রত্যর্পণ নিয়ে দীর্ঘ ‘যুদ্ধে’র কথা উঠে এসেছে ন্যাশনাল ইনভেস্টিং এজেন্সির বিবৃতিতে।
সেখানে বলা হয়, ভারত-আমেরিকা প্রত্যর্পণ চুক্তির আওতায় রানাকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু করা হয়েছিল। যতরকমভাবে সম্ভব আইনি পথ ব্যবহার করে রক্ষা পেতে চেয়েছিল রানা। সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের ১৬ মে রানাকে প্রত্যর্পণের নির্দেশ দেয় ক্যালিফোর্নিয়ার জেলা আদালত। তারপর আরও বেশ কিছু জায়গাতেও আবেদন জানায় রানা। শেষ পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্টেও রানা আবেদন করে। কিন্তু কোথাওই স্বস্তি মেলেনি তার।
মার্কিন বিচার দপ্তরের সঙ্গে কাজ করে অবশেষে রানাকে ফেরানো গিয়েছে বলেও জানায় এনআইএ। এছাড়াও মার্কিন আধিকারিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশমন্ত্রক। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তারপরেই ট্রাম্প জানান, ভারতের হাতে তুলে দেওয়া হবে রানাকে। অবশেষে সম্পন্ন হল সেই প্রক্রিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.