সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লস্কর-ই-তৈবার জঙ্গিনেতা বাহাদুর আলির বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনআইএ৷ বাহাদুর আলি নামে ২১ বছরের এই পাকিস্তানি জঙ্গিনেতা দিল্লি, কাশ্মীরের উধমপুর ও পুঞ্চ জঙ্গি হামলার ঘটনায় যুক্ত ছিল৷ এমনকি বাহাদুর যে লস্কর-ই-তৈবার সদস্য সেটা সে গত বছরই স্বীকার করে নিয়েছে৷
লস্কর-ই-তৈবার প্রশিক্ষিত এই জঙ্গিকে যে ভারতের একাধিক শহরে নাশকতা চালানোর জন্য পাঠানো হয়েছিল তার যথেষ্ট তথ্য প্রমাণ চার্জশিটে রয়েছে বলে জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা৷ আলির কাছ থেকে মেলা ডায়েরিতে দিল্লি ছাড়াও ভারতের একাধিক শহরের নাম মিলেছে৷ যদিও এর আগেই বাহাদুর আলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছিল৷ এরমধ্যে ইউএপিএ বিস্ফোরক আইন, অস্ত্র আইন, ভারতীয় বেতার ও টেলিগ্রাম আইনে অভিযোগও রয়েছে। ইতিমধ্যেই বাহাদুর বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে৷
এমনকি বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরকে অশান্ত করে তুলতে বাহাদুরের যথেষ্ট হাত ছিল বলেও জানিয়েছে এনআইএ৷ জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, গত বছর থেকে পাকিস্তান সেনার সাহায্য নিয়ে লস্কর জঙ্গিরা সীমান্ত পেড়িয়ে সাধারণ মানুষের মধ্য মিশে গিয়ে এদেশে ঢুকে আসছে৷ অন্যান্য জঙ্গিদের সহযোগিতা নিয়ে বাহাদুর ভারতের সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা করেছে বলে অভিযোগ৷
এনআইএ সূত্রে খবর, পাকিস্তানের মাটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বাহাদুরকে৷ এমনকি তার হাতে যেসমস্ত অস্ত্র তুলে দেওয়া হয়েছিল তাতে বেশকিছু জিপিএস ডিভাইসও ছিল যার সাহায্যে সে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখতে পারে৷ গতবছর ২৫ জুলাই জম্মু-কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় এই লস্কর জঙ্গিকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.