Advertisement
Advertisement

সন্ত্রাস ছড়াচ্ছে জাকির নায়েক, অভিযোগ এনআইএ-র

নায়েকের বিরুদ্ধে মুম্বইয়ের একটি আদালতে চার্জশিট দাখিল করল এনআইএ।

NIA files chargesheet against hate preacher Zakir Naik
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 27, 2017 4:46 am
  • Updated:June 15, 2022 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাঁড়াশি চাপে বিতর্কিত মুসলিম ধর্মগুরু জাকির নায়েক। জঙ্গিযোগ থেকে শুরু করে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার নায়েকের বিরুদ্ধে মুম্বইয়ের একটি আদালতে চার্জশিট দাখিল করে এনআইএ।

[জাকির নায়েককে টাকা জোগাত দাউদ, জেরায় কবুল ইকবালের]

Advertisement

জাকির নায়েকের বিরুদ্ধে ইউএপিএ আইনের আওতাও মামলা দায়ের করেছে এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দাবি, যুবকদের সন্ত্রাসবাদে প্ররোচিত করছে ওই বিতর্কিত ধর্মগুরু। শুধু তাই নয় তার সংস্থা ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর মাধ্যমে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর কাজ করছে নায়েক। এমনকি ভারতীয় যুবকদের মগজধোলাই করে ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্যও উসকানি দিচ্ছে সে। এনআইএ-র অভিযোগপত্রে আরও বলা হয়েছে যে ১৯৯৪ থেকে প্রায় ১ হাজার ৫০০ বার ভারতে ও বিদেশে বক্তৃতা দিয়েছে নায়েক। এবং প্রত্যেকবারই হিন্দুধর্ম-সহ অন্যান ধর্মের প্রতি বিষোদ্গার করেছে সে। তার বক্তব্য, ইসলামই প্রকৃত ধর্ম। তাই শরিয়ত প্রতিষ্ঠার জন্য ‘জেহাদে’ যোগ দিতে হবে ‘ধর্মপ্রাণ’ মুসলিমদের।

তাৎপর্যপূর্ণভাবে ভারতে ‘পিস টিভি’ নামের একটি চ্যানেলের মাধ্যমে বেশ কয়েকবছর থেকেই সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর কাজ করছিল নায়েক। নিরাপত্তামহলে বিষয়টি নিয়ে আলোচনা হলেও অজানা কারণে কোনও পদক্ষেপ করেনি মনমোহন সিংয়ের নেতৃত্বে তৎকালীন ইউপিএ-২ সরকার। ২০১৪ সালে কেন্দ্রে পালাবদলের পর জাকির নায়েকের উপর তদন্তের নির্দেশ দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ২০১৬ সালে জঙ্গিযোগের অভিযোগে নিষিদ্ধ করা হয় ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’কে। কয়েকদিন আগেই পুলিশের কাছে জেরায় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে জাকির নায়েকের আঁতাঁত ও ঘনিষ্ঠতার কথা ফাঁস করে দাউদের ভাই ইকবাল কাসকার। ডি-কোম্পানির সঙ্গে জাকির নায়েকের দীর্ঘদিন ধরেই আর্থিক লেনদেন রয়েছে। শুধু হাওয়ালার মাধ্যমেই তাদের মধ্যে কোটি কোটি আর্থিক লেনদেন হত।

তদন্ত চলাকালীনই পরিস্থিতি বেগতিক দেখে ভারত ছেড়ে বিদেশে পালিয়েছে বিতর্কিত ধর্মগুরু নায়েক। তদন্তকারীরা একাধিকবার সমন পাঠালে তা এড়িয়ে যায় নায়েক। মে মাসেই ইন্টারপোলের কাছে জাকির নায়েকের নামে রেড কর্নার নোটিস জারির আবেদন জানায় এনআইএ। তবে এখনও পর্যন্ত নায়েককে ভারতে ফিরিয়ে আনা যায়নি।

[জাপানে জেহাদের নয়া ছক জাকির নায়েকের, ফাঁস বিস্ফোরক তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement