Advertisement
Advertisement

Breaking News

NIA conducts searches in Kerala

সিরিয়ায় যুদ্ধরত জঙ্গিদের আর্থিক মদতদাতাদের সন্ধানে কেরলে তল্লাশি NIA’র

বেশকিছু নথিপত্র-সহ মোবাইল, ল্যাপটপ ও সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

NIA conducts searches in Kerala in terrorist group Jund Al Aqsa case। Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:December 22, 2020 9:10 pm
  • Updated:December 22, 2020 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ায় যুদ্ধরত জঙ্গিদের আর্থিক মদতদাতাদের সন্ধানে কেরলের ত্রিসুর ও কোঝিকোড় জেলার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালালেন জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)’র আধিকারিকরা। অভিযুক্তরা জুন্দ আল আকসার নামে একটি সংগঠনের সদস্য বলে খবর।

এনআইএ সূত্রে জানানো হয়েছে, জুন্দ আল আকসা (Jund Al Aqsa) নামে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত মহম্মদ ফাজ, মহম্মদ ইত্তিসাম, আবদুল সামিহ, রইস রেহমান, নাভেল মহম্মদ, মহম্মদ শাহিন ও মহম্মদ আমিরের বাড়িতে মঙ্গলবার সকাল থেকে তল্লাশি চালান তদন্তকারীরা। কোঝিকোড় ও ত্রিসুর জেলার মোট সাতটি জায়গায় অভিযান হয়েছে। এর ফলে নটি মোবাইল, ১৫টি সিম কার্ড, একটি আইপড, ৬টি ল্যাপটপ, তিনটি মেমোরি কার্ড ও বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: সরকারি নির্দেশ অমান্যের জের, ১০০ জন ইমামকে বরখাস্ত করল সৌদি আরব]

এপ্রসঙ্গে তদন্তকারী এক আধিকারিক জানান, ২০১৯ সালের জানুয়ারি মাসে ৬ জনের নামে আইপিসি ও ইউএপিএ আইনে সুয়োমোটো মামলা করে এনআইএ। ওই ৬ জন হল কেরলের এর্নাকুলামের বাসিন্দা হাশির মহম্মদ, মাল্লাপুরমের সিদ্ধিকুল আকবর, কান্নুরের মহম্মদ ইরফান, কোঝিকোড়ের সুলতান আবদুল্লা, ত্রিসুরের ফায়েজ ফারুখ ও কর্ণাটকের শিবমোগা জেলার থাহা মহম্মদ। অভিযোগ, ওই ব্যক্তিরা ২০১৩ সালের পরে কাতারে থাকাকালীন সিরিয়ায় গিয়ে জুন্দ আল আকসা ওরফে জাবাত আল নুসরা জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল। পরে সেখান থেকে ফিরে এসে আইএসআইএস জঙ্গিদের হয়ে জেহাদিদের নিযুক্ত করার পাশাপাশি অর্থের যোগাড়ও করত। ২০১৯ সালে কাতারে ফাজ ও ইত্তিসাম-সহ ৬ জনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সিদ্দিকুল আকবরের। সে ওই ৬ জনকে জুন্দ আল আকসার সদস্য বানানোর পাশাপাশি সন্ত্রাসে টাকা যোগানের কাজেও লাগিয়ে ছিল বলে খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার তার ভিত্তিতে কেরলের সাতটি জায়গায় তল্লাশি চালানো হয়।

[আরও পড়ুন: মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা, ইসলামাবাদে হিন্দু মন্দির নির্মাণে ছাড় ইমরান প্রশাসনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement