সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে অলোক ভার্মা, তারপর রাকেশ আস্থানা৷ সিবিআইয়ের ডিরেক্টর ও স্পেশ্যাল ডিরেক্টর পদ থেকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের৷ খোঁজ শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নয়া ‘বস’-এর৷ সূত্রের খবর, এই দৌঁড়ে সবার আগে নাম রয়েছে আরও এক তদন্তকারী সংস্থা এনআইএ-এর ডিজি বা প্রধান ওয়াই সি মোদির৷
[বিপন্ন কনকদুর্গা ও বিন্দুর জীবন, নিরাপত্তার নির্দেশ সুপ্রিম কোর্টের]
জানা গিয়েছে, পরবর্তী সিবিআই ডিরেক্টরের চেয়ারে কে বসবেন, সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ২৪ জানুয়ারি বৈঠকে বসবে সিলেকশন কমিটি৷ যে কমিটির মাথায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷ সূত্রের খবর, সিবিআই ডিরেক্টর পদে যোগ্য প্রার্থী হিসাবে নাম জমা পড়েছে ১৯৮২ থেকে ১৯৮৫ ব্যাচের ১৭ জন আইপিএস অফিসারের৷ যাঁদের মধ্য থেকে ছ’জনকে বেছে নিয়েছে ডিরেক্টরেট অফ পার্সোনাল ট্রেনিং (ডিওপিটি)৷ এই ছ’জনের মধ্যে থেকে বাছাই করা আরও চারজনের নাম জমা পড়বে সিলেকশন কমিটির কাছে৷ সেখান থেকেই যোগ্য প্রার্থীকে বেছে নেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সিলেকশন কমিটি৷
[‘বিতর্কিত’ তেজ বাহাদুরের ছেলের রহস্যমৃত্যু, আত্মহত্যার তত্ত্ব খারিজ পরিবারের]
কে এই ওয়াই সি মোদি? ১৮৮৪-র অসম-মেঘালয় ব্যাচের ক্যাডার ওয়াই সি মোদি৷ এর আগেও দু’দফায় সিবিআই আধিকারিক হিসাবে কাজ করেছেন তিনি৷ একবার ২০০২ থেকে ২০১০ এবং তারপর ২০১৫ থেকে ২০১৭৷ সিবিআইয়ের স্পেশ্যাল ক্রাইম ও ইকোনমিক শাখার অফিসার হিসাবে কাজ করছেন তিনি৷ আমলা মহলে যথেষ্ট সুখ্যাতিও রয়েছে তাঁর৷ ফলে ওয়াই সি মোদির পূর্ববর্তী অভিজ্ঞতাই সিবিআইয়ের পরবর্তী প্রধান পদে তাঁকে অনেকটা এগিয়ে রাখবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.