সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের বিষ যেন আরও ছড়িয়ে পড়ছে কর্ণাটকে। এবার আল-কায়দা জঙ্গি সন্দেহে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা NIA। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে দেশের একাধিক শহরে হানা দেয় NIA। সেই তল্লাশি অভিযান চলাকালীনই বেঙ্গালুরু থেকে এই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
সন্দেহভাজন ওই জঙ্গির নাম আরিফ। পেশায় সে এক জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অভিযোগ ইঞ্জিনিয়ারিংয়ের আড়ালে সে একাধিক জেহাদি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত। তার বেঙ্গালুরু থেকে ইরানে পালিয়ে যাওয়ার ছক ছিল। সেখান থেকে আফগানিস্তানে গিয়ে আইসিস (ISIS) জঙ্গি সংগঠনে যোগ দিতে চেয়েছিল আরিফ। গত দু’বছর ধরে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছিল সে। সেই ছক আগেই ভেস্তে দিল NIA।
এনআইএ সূত্রের খবর, বেঙ্গালুরুতে এক আল কায়দা (Al-Qaeda) জঙ্গি আত্মগোপন করে আছে। সূত্র মারফত এই খবর পেয়ে আরিফের ডেরায় হানা দেয় তারা। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন ওই আল-কায়দা জঙ্গির কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। সেই ল্যাপটপেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য মিলছে। এনআই-র আশা, আরিফকে জিজ্ঞাসাবাদ করে আরও জঙ্গিদের তথ্য মিলবে।
তাৎপর্যপূর্ণভাবে গত একমাসে বিজেপি শাসিত কর্ণাটকের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে NIA। দক্ষিণ কন্নড়, শিবমোগা, দেবাঙ্গিরি, বেঙ্গালুরু এবং উদুপির মতো জায়গায় একাধিক সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে। স্বাভাবিকভাবেই গোটা কর্ণাটকে যেভাবে জেহাদের বিষ ছড়াচ্ছে, তাতে উদ্বিগ্ন প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.