Advertisement
Advertisement

Breaking News

এনআইএ-র হাতে গ্রেফতার ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি

কর্নাটক থেকে গ্রেফতার করা হল ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) জঙ্গিগোষ্ঠীর এক সক্রিয় সদস্যকে৷

NIA arrests Indian Mujahideen terrorist Abdul Wahid Siddibapa
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2016 6:25 pm
  • Updated:May 20, 2016 6:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটক থেকে গ্রেফতার করা হল ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) জঙ্গিগোষ্ঠীর এক সক্রিয় সদস্যকে৷ আবদুর ওয়াহিদ সিদ্দি বাপ্পা নামে ওই সদস্য সম্প্রতি ইন্ডিয়ান মুজাহিদিনের অন্যতম শীর্ষনেতা হয়ে উঠেছিল৷ শুক্রবার সকালে গ্রেফতারির পর গোয়েন্দারা তাকে জেরা শুরু করেছে৷ ২০০৬ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ, ২০০৮ সালে দিল্লি বিস্ফোরণ ও ২০১০ সালে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল৷

কর্নাটক পুলিশের সন্দেহ, বড় রকমের কোনও নাশকতার ছক কষছিল বাপ্পা৷ উল্লেখ্য, ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলও কর্নাটকের বাসিন্দা৷ ২০১৩ সালে ভারত-নেপাল সীমান্ত থেকে ইয়াসিনকে গ্রেফতার করেছিলেন এনআইএ কর্তারা৷ এরপর থেকে ইন্ডিয়ান মুজাহিদিনের একাধিক নেতা ধরা পড়েছে গোয়েন্দাদের জালে৷ কর্নাটকের বেশ কিছু এলাকায় আইএম জঙ্গিরা ঘাঁটি গেড়েছে বলে বেশ কিছুদিন থেকেই খবর ছিল গোয়েন্দাদের কাছে৷ জানা গিয়েছে, ভারতে একাধিক বিস্ফোরণের জন্য বিদেশ থেকে তার মাধ্যমে টাকা এসে পৌঁছত৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement