ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি সংগঠনগুলিকে মদত জোগাচ্ছে কাশ্মীরের (Kashmir) স্থানীয় বাসিন্দাদের একাংশ। ভূস্বর্গে শান্তি ফেরাতে সেই সমস্ত মদতদাতাদের খুঁজে বের করতে মরিয়া প্রশাসন। সেই উদ্দেশেই গত কয়েকদিন ধরেই কাশ্মীরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ এবং নাশকতামূলক ষড়যন্ত্রের অংশীদার হওয়ায় বুধবার মোট ৫ জনকে গ্রেপ্তার করল NIA।
সংবাদ সংস্থা এএনআই বলছে, ধৃতদের বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপে মদত দেওয়া এবং জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ধৃতদের নাম মহম্মদ হানিফ চিরালু, হাফিজ, ওয়েইস দার, মাতিন ভাট এবং আরিফ ফারুক ভাট। তাদের বিরুদ্ধে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন, অল বদরির মতো জেহাদি সংগঠনগুলিকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে।
গত ১০ অক্টোবর এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল এনআইএ। তার পর থেকেই চলছিল তল্লাশি। ইতিপূর্বে আরও চারজনকে গ্রেপ্তার করেছিল এনআইএ। এবার আরও ৫ জনকে গ্রেপ্তার করল তারা। এ নিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করল NIA।
The arrested have been identified as Md Haneef Chiralu, Hafeez, Owais Dar, Mateen Bhat and Arif Farooq Bhat. The case pertains to hatching of conspiracy for undertaking violent terrorist acts in J&K and other major cities, by cadres LeT, JeM, HM, Al Badr & their affiliates: NIA
— ANI (@ANI) October 13, 2021
প্রসঙ্গত, দেশজুড়ে উৎসবের মরশুমের মাঝে সীমান্তকে সুরক্ষিত রাখতে বাড়তি সতর্কতা নিয়েছে সেনাবাহিনী। তারই মাঝে অশান্তির আঁচ এতটুকুও কমছে না কাশ্মীর সীমান্তে। সোমবার পুঞ্চে সেনাবাহিনীর টহলদারির সময়ে জঙ্গি হামলায় (Terror attack) ৫ জওয়ান শহিদ হওয়ার পর পালটা প্রত্যাঘাতও চলে জঙ্গিদের উপর। সোমবারের অপারেশনে শামিল ছিল ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস (RR)এবং সিআরপিএফ আধিকারিক, জওয়ানরা। তুলরানের অপারেশনে তাঁদের হাত ধরেই জঙ্গি নিধন হয়েছে। তিনজন জেহাদিকে নিকেশ করে বাহিনী। এর পর একজনকে গ্রেপ্তার করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.