সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্ক ভিত্তিক শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পর জানুয়ারিতে কার্যত ধস নামে আদানি গোষ্ঠীর (Adani Group) সংস্থাগুলির শেয়ার দরে। এর মধ্যেই শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন আদানি গোষ্ঠীর জন্য অস্বস্তির খবর সামনে এল। তাদের অডিট সংস্থা ইওয়াই এবার তদন্তের মুখে পড়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। অডিট নিয়ামক সংস্থা ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি (এনএফআরএ) এবার আদানিদের অডিট সংস্থার কাজকর্ম তদন্ত করছে বলে জানা গিয়েছে।
এনএফআরএ’র (NFRA) তদন্ত সম্প্রতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে এবং এটি ভারতে ইওয়াই-এর (EY) সদস্য সংস্থাগুলির মধ্যে একটি, এসআর বাটলিবয়-তে নির্দেশিত হয়েছে, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র উদ্ধৃত করে এখবর জানাচ্ছে সংবাদ সংস্থা। গৌতম আদানির (Gautam Adani) মালিকানাধীন সংস্থাগুলির ২০১৪ সালের অডিট সংক্রান্ত নথি নিয়ে যোগাযোগের জন্য তাদের নোটিস পাঠানো হয়েছে।
২০২৩ সালের জানুয়ারির শেষের দিকে হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেল কোম্পানির মাধ্যমে শেয়ারের মূল্যে ম্যানিপুলেশন, কর্পোরেট অব্যবস্থাপনার মতো বিভিন্ন অভিযোগ তুলেছিল। যদিও এমন ধরনের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আদানি গোষ্ঠী। কিন্তু সেই সময় এই গোষ্ঠীর সমস্ত শেয়ারের দরে উল্কা গতিতে পতন শুরু হয়। এর জেরে বাজারের মূল সূচকগুলিও কমতে শুরু করে।
যদিও হিন্ডেনবার্গ রিপোর্টে আদানির বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে বাজার নিয়ামক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এবং সুপ্রিম কোর্ট (Supreme Court) নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। ওই কমিটির অন্তর্বর্তী রিপোর্টে বলা হয়েছে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কোনও কারচুপি করে শেয়ারের দাম বাড়ানো, কর ফাঁকি-সহ বেআইনি আর্থিক লেনদেনের প্রমাণ এখনও মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.