সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্য় সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (DA Case) মামলার শুনানি। রাজ্যের আবেদনে ত্রুটি থাকায় সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয়নি। এরপরই মামলার শুনানির চূড়ান্ত দিন ধার্যের আরজি জানান রাজ্য সরকারি কর্মচারীর সংগঠনের আইনজীবী। তাঁদের আরজি মেনে শুনানির চূড়ান্ত দিন ধার্য করেন বিচারপতি। জানান, মামলার চূড়ান্ত শুনানি ১৫ মার্চ।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় সবপক্ষের হলফনামা তলব করে শীর্ষ আদালত (Supreme Court)। গত ১৪ ডিসেম্বরের আগে হলফনামা জমা দিতে বলা হয়েছিল। যে ওই শুনানির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সরকারি কর্মীরা। কিন্তু ১৪ তারিখ মামলাটি শুনতেই চাননি বিচারপতি বিচারপতি দীপঙ্কর দত্ত। মামলার কোনও এক পক্ষ দীপঙ্কর দত্তর এজলাস নিয়ে আপত্তি জানায়। ফলে তিনি মামলাটি শুনতে অস্বীকার করেন। তিনি জানান, “আমি আসায় কর্মীদের মধ্যে অতি-উৎসাহ তৈরি হয়েছে। তাই আমি শুনব না।”
তখনই জানা গিয়েছিল নতুন বেঞ্চ তৈরি করে এই মামলার শুনানি হবে। এক মাসের মাথায় নতুন বেঞ্চ গড়ে শুনানি হবে। বকেয়া ডিএ চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কলকাতা হাই কোর্টের পর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গত শুনানিতে শীর্ষ আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi)। বলেছিলেন, “বকেয়া ডিএ মেটাতে হলে রাজ্যকে বিরাট আর্থিক বোঝা টানতে হবে।” তাই বিষয়টি বিবেচনা করার আরজি জানান তিনি। রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছিলেন, এটা সরকারি কর্মচারীদের অধিকার। সব রাজ্যে দেওয়া হয়। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর রাজ্য-সহ সকল পক্ষের হলফনামা তলব করে সুপ্রিম কোর্ট।
কিন্তু এদিন দেখা যায়, রাজ্যের জমা দেওয়া নথিতে গরমিল ছিল। পাশাপাশি কোর্ট ফিও জমা পড়েনি। ফলে মামলার শুনানি পিছিয়ে দেয় আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.