ফাইল ছবি
সোমনাথ রায়, নয়াদিল্লি: মুর্শিদাবাদ হিংসার জেরে বাংলায় রাষ্ট্রপতি শাসনের আবেদন শুনে পালটা দিল সুপ্রিম কোর্ট। গত কয়েকদিন ধরেই বারবার অভিযোগ উঠছে, বিচারপতিরা আইনসভাকেও নিয়ন্ত্রণ করতে চাইছেন। সরাসরি বিচারব্যবস্থাকে নিশানা করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এহেন পরিস্থিতিতে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি বি আর গভাই বলেন, বাংলা নিয়ে নির্দেশ দিলে তো অভিযোগ উঠবে আইন প্রণয়ন সংক্রান্ত ব্যাপারে হস্তক্ষেপ করছে বিচারব্যবস্থা।
গত ১১ এপ্রিল আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে ঐতিহাসিক মন্তব্য করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনসভা থেকে পাশ হয়ে আসা বিল অনন্তকাল আটকে রাখতে পারেন না রাষ্ট্রপতি। তিনমাসের মধ্যে তাঁকে মতামত জানিয়ে দিতে হবে। রাজ্যপালদের জন্যও ওই একই নির্দেশ দেয় শীর্ষ আদালত। এভাবে রাষ্ট্রপতিকে ডেডলাইন বেঁধে দেওয়াটা কোনওভাবেই মেনে নিতে পারেননি উপরাষ্ট্রপতি। তিনি স্পষ্ট বলেন, সংবিধানের ১৪২ ধারাকে পরমাণু মিসাইলের মতো ব্যবহার করছে বিচারব্যবস্থা।
ধনকড়ের সুরে সুর মিলিয়েছেন বিজেপির একাধিক নেতা। সাংসদ নিশিকান্ত দুবে ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টকে নিশানা করে বলেন, ‘যদি আইন তৈরি করা সুপ্রিম কোর্টের কাজ হয় তাহলে সংসদ বন্ধ করে দিন।’ শীর্ষ আদালতকে নিশানায় নিয়ে নিশিকান্ত আরও বলেন, ‘এই দেশে গৃহযুদ্ধ বাঁধলে জন্য দায়ী থাকবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।’ বিজেপি সাংসদ দীনেশ শর্মাও বলেন, “রাষ্ট্রপতিই ‘সুপ্রিম’, তাঁকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না।” বাংলার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও বলেছেন, প্রধান বিচারপতিই যদি দেশ চালাবেন তাহলে পার্লামেন্টের দরকার নেই।
এহেন পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি। মুর্শিদাবাদে ওয়াকফ বিল সংক্রান্ত হিংসার জেরে বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়ে সওয়াল করেন আইনজীবী বিষ্ণু শংকর জৈন। তার জবাবে গভাইয়ের বেঞ্চ বলে, “আপনারা চাইছেন আমরা যেন রাষ্ট্রপতিকে এই নিয়ে নির্দেশ দিই। কিন্তু এটা করলে তো অভিযোগ উঠবে যে আইন প্রণয়ন সংক্রান্ত ব্যাপারে হস্তক্ষেপ করছে বিচারব্যবস্থা।” উল্লেখ্য, পরের মাসেই প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিতে চলেছেন গভাই। ওয়াকফ মামলার শুনানি সম্ভবত তাঁর এজলাসেই হবে। এহেন পরিস্থিতিতে বিচারব্যবস্থার সমালোচনাকে পালটা জবাব দিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.