সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েকদিনের মধ্যেই ঘোষণা হবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট৷ শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দলই এখন পুরোদমে প্রচারে ব্যস্ত৷ মানুষের সামনে পাঁচবছরের কাজের খাতিয়ান তুলে ধরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিভিন্ন জনকল্যাণকর প্রকল্পের পাশাপাশি পুলওয়ামা ও সার্জিক্যাল স্ট্রাইকের পর, গেরুয়া শিবিরের প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে দেশাত্মবোধ৷ এবং কেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেস, তৃণমূল-সহ অন্য বিরোধীদের হাতিয়ার কৃষক বিক্ষোভ, বেকারত্ব, জিএসটি, রাফালে দুর্নীতি, নোট বাতিল, জ্বালানির মূল্যবৃদ্ধি ইত্যাদি৷ এমতো পরিস্থিতি সাধারণ মানুষের মন পড়তে একটা সমীক্ষা করল জাতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে৷ ‘পলিটিক্যাল স্টক এক্সচেঞ্জ’ নামের এই সমীক্ষাতেই পরিষ্কার হয়েছে, আসন্ন নির্বাচনে কোন ইস্যুতে সরকারের উপর সবচেয়ে বেশি বীতঃশ্রদ্ধ সাধারণ মানুষ৷ ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের কৃতিত্ব কার? মোদি নাকি বিরোধীদের? প্রশ্ন ও উত্তরগুলি এরকম…
১- সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু: সমীক্ষায় বেকারত্বের পক্ষেই ভোট দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ৷ বেকারত্বের পক্ষে ভোট পড়েছে ৩৬ শতাংশ৷ অর্থাৎ এঁদের কাছে মূল সমস্যা হল বেকারত্ব৷ এরপরেই রয়েছে সন্ত্রাসবাদ (২৩ শতাংশ ভোট), কৃষক সমস্যা (২২ শতাংশ ভোট), দুর্নীতি (১২ শতাংশ ভোট)৷ সবচেয়ে কম ভোট পড়েছে মূল্যবৃদ্ধির পক্ষে৷ এর পক্ষে ভোট পড়েছে মাত্র সাত শতাংশ৷
২- এয়ারস্ট্রাইকের বিষয়ে শুনেছেন: ৯৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন পাক ভূমিতে ঢুকে ভারতীয় বায়ুসেনার এয়ার সার্জিক্যাল স্ট্রাইতের বিষয়টি শুনেছেন তাঁরা৷ মাত্র ৩ শতাংশ শোনেননি বলে উত্তর দিয়েছেন৷ বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলেছেন ৩ শতাংশ উত্তরদাতা৷
৩- এয়ারস্ট্রাইকে জইশ জঙ্গি খতম হয়েছে: সরকারের পক্ষে সায় দিয়ে ৬৬ শতাংশ উত্তরদাতা স্বীকার করেছেন এয়ারস্ট্রাইকে জইশ জঙ্গি খতম হয়েছে৷ বিরোধীদের সুরে সুর মিলিয়ে ৮ শতাংশ সন্দেহ প্রকাশ করেছেন৷ উল্লেখযোগ্য ভাবে ২৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন বিষয়টি সম্পর্কে তাঁরা জানেন না৷
৪- এয়ারস্ট্রাইকের কৃতিত্ব কাকে দিচ্ছেন: সমীক্ষার এই উত্তর সরকারের পক্ষে যথেষ্ট স্বস্তির বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ ৫৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন পাক ভূমিতে ঢুকে জঙ্গি খতম করে আসা, বিজেপির একটা বড় কৃতিত্ব৷ ৪ শতাংশ উত্তরদাতা এই সন্ত্রাসদমন অভিযানের কৃতিত্ব দিয়েছে বিরোধীদের৷ ৭ শতাংশ উত্তরদাতা শাসক ও বিরোধী উভয়কেই কৃতিত্ব দিয়েছে৷ কাউকেই কৃতিত্ব দেননি ৪ শতাংশ উত্তরদাতা৷ বিষয়টি সম্পর্কে কিছুই বলতে চাননি ২৯ শতাংশ উত্তরদাতা৷
৫- পাকিস্তানে বন্দি বায়ুসেনার কমান্ডার অভিনন্দনেকে দেশে ফেরানোর কৃতিত্ব কার: এবারও সরকারের পক্ষে স্বস্তিজনক উত্তরই এসেছে৷ ৭৭ শতাংশ জানিয়েছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান থেকে ভারতে ফেরানোর কৃতিত্ব মোদি সরকারের৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে কৃতিত্ব দিয়েছেন ৬ শতাংশ উত্তরদাতা৷ অন্যদেশকে কৃতিত্ব দিয়েছেন ৪ শতাংশ এবং ১৩ শতাংশ বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি৷
৬- ইমরান খানের সঙ্গে কি আবার কথাবার্তা শুরু করা উচিত মোদির: ইতিবাচক উত্তর দিয়েছেন ১৮ শতাংশ মানুষ৷ ৫৮ শতাংশ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা শুরু করা উচিত নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ বিষয়টিতে কোনও মন্তব্য করতে চাননি ২৪ শতাংশ উত্তরদাতা৷
৭- বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে কি খেলা উচিত ভারতের: সমীক্ষায় অংশগ্রহণকারী ৩৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন ‘হ্যাঁ’৷ সরাসরি ‘না’ বলেছেন ৫৩ শতাংশ উত্তরদাতা৷ জানেন না বলেছেন ১০ শতাংশ উত্তরদাতা৷
৮- রাফালে যুদ্ধবিমান আসতে দেরি হওয়ায় কাকে দায়ী করছেন: পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং পরিচালিত ইউপিএ সরকারকে দায়ী করেছেন ৫১ শতাংশ মানুষ৷ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এনডিএ সরকারকে দায়ী করেছেন ২৪ শতাংশ উত্তরদাতা৷ এবং জানি না বলেছেন ২৫ শতাংশ উত্তরদাতা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.