Advertisement
Advertisement

Breaking News

Wedding Reception

বিয়ের আনন্দ বদলে গেল শোকে, বউভাতের দিনই নবদম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য

রিসেপশনের অনুষ্ঠানে যোগ দিতে একই ঘরে তৈরি হচ্ছিলেন তাঁরা।

Newly-Married Couple Found Dead Before Wedding Reception | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:February 22, 2023 12:39 pm
  • Updated:February 22, 2023 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে হাত রেখে নতুন জীবন শুরুর প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু সেই প্রতিজ্ঞা যে এত ক্ষণস্থায়ী হবে, তা কল্পনাও করেনি বর-কনের পরিবার। বউভাতের অনুষ্ঠানের ঠিক আগেই ঘর থেকে উদ্ধার হল নবদম্পতির দেহ। যে ঘটনাকে ঘিরে ঘনাচ্ছে রহস্য।

ঘটনা ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরের। বুধবার পুলিশ জানিয়েছে, গত রবিবারই আসলামের (২৪) সঙ্গে চারহাত এক হয় ২২ বছরের কাহকাশা বানোর। আত্মীয়-পরিজন, অতিথিদের উপস্থিতিতেই ধুমধাম করে বিয়ে হয় তাঁদের। কিন্তু মঙ্গলবার বউভাতের দিনই ছন্দপতন। রিসেপশনের অনুষ্ঠানে যোগ দিতে একই ঘরে তৈরি হচ্ছিলেন তাঁরা। সেই সময় হঠাৎই সেই ঘর থেকে নববধূর চিৎকার শুনতে পান আসলামের মা। ছুটে যান সেখানে। দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। দরজা জোরে ধাক্কা দিলেও ভিতর থেকে যখন কেউ খোলেননি, তখন জানলা দিয়ে উঁকি মারেন বাড়ির লোকেরা। নবদম্পতিকে রক্তাক্ত অবস্থায় মেঝেয় পড়ে থাকতে দেখেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: ‘বাবাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়েছিলেন ইন্দিরা’, জয়শংকরের মন্তব্যে বিতর্ক, পালটা তৃণমূলের]

আর এক মুহূর্ত দেরি না করে পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দরজা ভেঙে নবদম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ছুরি। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও বিষয় নিয়ে বচসায় জড়িয়েছিলেন দু’জন। তারপরই ছুরি দিয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হন আসলাম। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

[আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় বঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রার পারদ কি নামবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement