Advertisement
Advertisement

Breaking News

Delhi

যমজ কন্যাসন্তান হওয়াই অপরাধ, সদ্যোজাতদের খুন করে পুঁতে দিলেন বাবা!

ফের এরকম এক ঘটনা সাক্ষী হল রাজধানী দিল্লি।

Newborn Twin Girls allegedly Killed By Man, His Family In Delhi

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 25, 2024 9:27 pm
  • Updated:June 25, 2024 9:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে মেয়েদের অগ্রগতির জন্য একের পর এক প্রকল্প আনছে কেন্দ্র। কিন্তু আজও জন্মের পর করুণ পরিণতি হয় কন্যা সন্তানদের। ‘অবাঞ্ছিত’ তাদের মৃত্যুর মুখে ঠেলে দেন স্বয়ং জন্মদাতারাই। ফের এরকম এক ঘটনা সাক্ষী হল রাজধানী দিল্লি। যমজ কন্যাসন্তানদের খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। সোমবার অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।  

জানা গিয়েছে, পূজা সোলাঙ্কি নামে এক তরুণী গত ৩০ মে হরিয়ানার রোহতকের একটি হাসপাতালে যমজ কন্যা সন্তানদের জন্ম দিয়েছিলেন। যা মোটেই পছন্দ হয়নি পূজার নীরজ সোলাঙ্কি ও শ্বশুরবাড়ির লোকজনদের। গত ১ জুন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পূজা রোহতকে তাঁর বাবা-মায়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

Advertisement

[আরও পড়ুন: IS জঙ্গিদের জেরায় হদিশ, কলকাতা পুলিশের অভিযানে মধ্যপ্রদেশে গ্রেপ্তার মডিউলের মাথা]

পুলিশ সূত্রে খবর, সেসময় নীরজ এবং তার পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে বাচ্চাদের নিয়ে যান। এবং পূজাকে অন্য আরেকটি গাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু কিছুক্ষণ পরেই নীরজ মাঝপথে রাস্তা পরিবর্তন করে অন্য দিকে চলে যান। এর পর পূজার ভাই নীরজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে পূজার বাড়ির লোকজন জানতে পারেন উত্তর দিল্লির সুলতানপুরী এলাকায় নিয়ে গিয়ে নীরজ ও তাঁর পরিবারের লোকজন দুধের দুই শিশুকে খুন করে পুঁতে দিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা অভিযোগ দায়ের করেন পুলিশে। কিন্তু ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্তরা।

Advertisement

পূজার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দিল্লি পুলিশ। সাতটি দলে ভাগ হয়ে চলছে তল্লাশি। অবশেষে সোমবার নীরজের বাবাকে গ্রেপ্তার করা হলেও পলাতক নীরজ, তাঁর মা ও কাকা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

[আরও পড়ুন: বাসে হারিয়েছে যাত্রীর খিচুড়ির টিফিন বক্স, ধনেপাতার আঁটি! খুঁজে দিতে হিমশিম পরিবহণ কর্তারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ