সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথঘাট আটকে মিছিল করা নাকি গণতান্ত্রিক অধিকার৷ তবে, রাজনৈতিক দলগুলির ‘মিছিলতন্ত্রে’ বলির পাঁঠা হয় সাধারণতন্ত্রের ‘সাধারণ’রাই৷ এমনই এক ঘটনার সাক্ষী থাকল হরিয়ানা৷ কংগ্রেসের ‘পরিবর্তন যাত্রা’র জেরে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল এক সদ্যোজাতকে৷
[ধাক্কা খেল চিন, ‘বেল্ট এন্ড রোড’ প্রকল্পে না মালয়েশিয়ার]
মঙ্গলবার, পরিবর্তনের ডাক দিয়ে এক সাইকেল মিছিলের আয়োজন করেন হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক তানওয়ার৷ উদ্দেশ্য, রাফালে চুক্তিতে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনা৷ নেতার ডাকে সাড়া দিয়ে সোনিপতের কুন্দলি গ্রামে জমা হয় অত্যুৎসাহী দলীয় কর্মীরা৷ সাইকেল ব়্যালির দাপটে স্তব্ধ হয়ে পড়ে ১ নম্বর জাতীয় সড়ক৷ রাফালে চুক্তির দুর্নীতি নিয়ে সরব হয়েছেন নেতা৷ এর থেকে প্রয়োজনীয় কাজ আর কী হতে পারে? সদ্যোজাতের জন্য রাস্তা ছেড়ে দেওয়ার নৈতিক কর্তব্যের কথা কাররই মনে থাকবে না সেটাই তো স্বাভাবিক। তাই অসুস্থ সদ্যোজাত শিশুকে নিয়ে প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকতে হল একটি অ্যাম্বুল্যান্সকে৷ মিনিট চল্লিশের হয়রানির পর হাসপাতালে নিয়ে যাওয়া গেলেও বাঁচানো যায়নি শিশুটিকে৷ অ্যাম্বুল্যান্সটির এক চিকিৎসাকর্মী জানান, রাস্তা জুড়ে নৃত্য করছিল কংগ্রেস সমর্থকরা৷ বারবার অনুরোধ করা সত্বেও রাস্তা ছেড়ে দেয়নি তারা৷
এই ঘটনায় কুন্দলি থানায় ওই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উঠে নিন্দার ঝড়৷ একপ্রকার মুখ বাঁচাতে বয়ান দিতে বাধ্য হয় কংগ্রেস৷ ড্যামেজ কন্ট্রোলে নেমে পালটা যুক্তি দেন অশোক তানওয়ার৷ ওই কংগ্রেস নেতার দাবি, বেহাল সড়কের জন্যই আটকে পড়ে যানটি৷ শিশুটির মৃত্যুতে তার কোনও দোষ নেই৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ৷ দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি৷
[সাতসকালেই তৃণমূল কার্যালয়ে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.