Advertisement
Advertisement

Breaking News

এই গরমে পাতে পড়বে ‘যোগী আম’

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নামে এবার আম ফলিয়ে তাক লাগালেন লখনউয়ের বিখ্যাত আমচাষি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হাজি কলিমুল্লাহ।

New variety of mangoes named after Uttar Pradesh CM Yogi Adityanath
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 7, 2017 12:30 pm
  • Updated:May 7, 2017 12:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরম আসতে না আসতেই বাজারে আমের চাহিদা বাড়তে শুরু করেছে। এর এই গ্রীষ্মের মরশুমে উত্তরপ্রদেশের বাসিন্দাদের পাতে পড়তে চলেছে ‘যোগী আম’।

হ্যাঁ, ঠিকই শুনেছেন। ‘যোগী আম’। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নামে এবার আম ফলিয়ে তাক লাগালেন লখনউয়ের বিখ্যাত আমচাষি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হাজি কলিমুল্লাহ। মালিহাবাদের বাসিন্দা ৭৪ বছরের এই উদ্যানপালক এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নামের আমও বাজারে নিয়ে এসেছিলেন।

Advertisement

মালিহাবাদের দশেরি আম বাগানে তিনি ‘যোগী’ আম ফলিয়েছেন এবার। এটি মূলত দশেরি আমের হাইব্রিড। অসাধারণ দেখতে ও রসাল এই আম এখনও পাকেনি পুরোপুরি। পাকলে এই আম দুর্দান্ত জনপ্রিয় হবে, আশা কলিমুল্লাহর।

এর আগে সচিন তেন্ডুলকর, ঐশ্বর্য রাই বচ্চন-সহ একগুচ্ছ সেলিব্রিটির নামেও আম ফলিয়েছেন কলিমুল্লাহ। তাঁর মত, প্রবাদপ্রতিম ব্যক্তিদের নামে আম ফলিয়ে তাঁদের অমর করে রাখতে চান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement