সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্ত পেরলেই কাজের পাশাপাশি অবসর যাপনের চেনা ছন্দে পা রাখতে চলেছেন দেশবাসী। ৮ জুন থেকে খুলে যাচ্ছে শপিং মল, হোটেল, রেস্তরাঁ। কাজের ফাঁকে ক্লান্ত হয়ে পড়লে মলে ঘুরে কিংবা রেস্তরাঁয় গিয়ে একটু জিরিয়ে নেওয়া। তবে এখন সময়টা পালটেছে। ইচ্ছেমতো ঘোরাফেরা চলবে না। রেস্তরাঁ, হোটেলে খাওয়াদাওয়ার ক্ষেত্রেও জারি হচ্ছে নতুন নতুন নিয়ম। আগের তুলনায় কমছে স্বাধীনতা। সেসব নিয়েই কেন্দ্র ফের নতুন নির্দেশিকা আনল। সেসব দেখে নেওয়া যাক একঝলকে –
তবে শপিং মলে সিনেমা হল, গেম জোন-সহ একাধিক বিনোদনের জায়গা আপাতত বন্ধই থাকছে।
সুতরাং, রেস্তরাঁয় গিয়ে একসঙ্গে খানাপিনার ক্ষেত্রে চিরাচরিত আনন্দে কিছুটা ভাঁটা পড়বে ঠিকই, তবে নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখতে এটুকু বিধিনিষেধ মেনে চললে আনন্দ বাড়বে বই কমবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.