Advertisement
Advertisement

নতুন নোটের সঙ্গে সেলফি তোলার হিড়িক নেটিজেনদের

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেলফির বন্যা...

New Rs 500, Rs 2000 notes hit market
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 10, 2016 3:47 pm
  • Updated:November 10, 2016 3:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৪৮ ঘন্টার বিনিদ্র রজনীর পর বৃহস্পতিবার সকাল থেকে ব্যাঙ্কগুলির সামনে লম্বা লাইন৷ শুধুই কলকাতায় নয়, দেশজুড়ে একই দৃশ্য চোখে পড়েছে এদিন৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করতেই দেশবাসীর মাথায় হাত পড়েছিল৷ তখনই অন্যদিকে, নোট বাতিল নিয়ে নেটিজেনদের একাংশ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হাসির চুটকি-জোকসের ফোয়ারা ছোটাতে শুরু করে৷ এদিনও সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হল৷ একদিকে যেমন পুরনো নোট বদলে নয়া নোট পেতে ব্যাঙ্কগুলির সামনে লম্বা লাইন চোখে পড়ল, তেমনই অন্যদিকে নতুন নোটের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেদার আপলোড চলল৷ #Rs2000 ইতিমধ্যেই টুইটার, ফেসবুক ও ইস্টাগ্রামে ট্রেন্ডিং হতে শুরু করে দিয়েছে৷

অন্যদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এদিন গ্রাহকদের অবশ্য অযথা আতঙ্কিত হতে মানা করেছেন৷ বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়েছেন, ব্যাঙ্কে আড়াই লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়কারীদের কোনও সমস্যা হবে না৷ কোনও প্রশ্ন ছাড়াই ব্যাঙ্ক আড়াই লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা নেবে৷ ব্যাঙ্ক তাঁদেরই প্রশ্ন করবে, যাঁরা একসঙ্গে অনেক টাকা ব্যাঙ্কে জমা রাখতে যাবেন৷ কোথা থেকে সেই টাকা এল, তার যথাযথ হিসাব দিতে না পারলে জরিমানার আশঙ্কাও রয়েছে৷ অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে সাধারণ মানুষকে সামান্য অসুবিধায় পড়তে হলেও ভবিষ্যতে আখেরে তাঁদেরই লাভ হবে৷ কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তে গরিব ও সাধারণ মানুষ যাতে এতটুকু সমস্যায় না পড়েন, সেদিকে কেন্দ্র নজর রাখছে বলে দাবি করেছেন জেটলি৷

পাশাপাশি, কেন্দ্রের তরফ থেকে আজ জানানো হয়েছে, দ্রুতই বাজারে বাড়তি সুরক্ষা বিধি-সহ নতুন ১০০০ টাকার নোট আনা হবে৷ অর্থসচিব শক্তিকান্ত দাস জানিয়েছেন, আপাতত ৫০ ও ১০০ টাকার পর্যাপ্ত নোট বাজারে রয়েছে৷ ভবিষ্যতে নতুন ১০০০ টাকার নোট বাজারে আনা হবে যেগুলি জাল করা সম্ভব হবে না দুষ্কৃতীদের পক্ষে৷ ইউনিয়ন ব্যাঙ্কের এক আধিকারিক জানিয়েছেন, এদিন গোটা পরিস্থিতির উপর নজর রাখতে রিজার্ভ ব্যাঙ্কের শীর্ষকর্তারা আচমকাই নানা ব্যাঙ্কে পরিদর্শনে যাচ্ছেন৷ যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা রুখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে কয়েকটি ব্যাঙ্কের সামনে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement