Advertisement
Advertisement
আইসিএসই-আইএসসি পরীক্ষার সূচি

জুলাইয়ের গোড়াতেই ICSE ও ISC পরীক্ষা, রুটিন প্রকাশ করল বোর্ড

একঝলকে দেখে নিন কবে, কী পরীক্ষা।

New routine of ICSE and ISC examinations for this year given by the council

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 22, 2020 4:01 pm
  • Updated:May 22, 2020 4:01 pm

কৃষ্ণকুমার দাস: আইসিএই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার নতুন রুটিন প্রকাশিত। জুলাইয়ের শুরুতেই পরীক্ষা হবে। ২ থেকে ১২ জুলাই পর্যন্ত দশম শ্রেণির পরীক্ষা হবে। দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ১ জুলাই থেকে ১৪ তারিখ পর্যন্ত। কবে, কোন পরীক্ষা – তার বিস্তারিতও প্রকাশ করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এবছর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে রবিবারেও।

দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি দেখে নেওয়া যাক :

Advertisement

জুলাই ১ – বায়োলজি (পেপার ১)

জুলাই ৩ – বিজনেস স্টাডিজ

জুলাই ৫ – জিওগ্রাফি

জুলাই ৭ – সাইকোলজি

জুলাই ৯ – সোসিওলজি

জুলাই ১১ – হোম সায়েন্স (পেপার ১)

জুলাই ১৩ – ইলেকটিভ ইংলিশ

জুলাই ১৪ – আর্ট-ক্রাফট

সব ক’টি পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত।

[আরও পড়ুন: শুধু অনলাইন নয়, এবার পোস্ট অফিস এবং কাউন্টার থেকেও কাটা যাবে ট্রেনের টিকিট ]

এবার দেখে নেওয়া যাক দশম শ্রেণির পরীক্ষাসূচি :

জুলাই ২ – জিওগ্রাফি H.C.G পেপার ২ (সময় – দু ঘণ্টা)
জুলাই ৪ – আর্ট পেপার ৪ (অ্যাপ্লায়েড আর্ট) (সময় – ৩ ঘণ্টা)
জুলাই ৬ – (গ্রুপ ৩ – ইলেকটিভ) – কর্ণাটক মিউজিক, কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কুকারি, ড্রামা, ইকনমিক অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল অ্যাপ্লিকেশন, ফ্যাশন ডিজাইনিং, ফ্রেঞ্চ, জার্মান, হিন্দুস্তানি মিউজিক, হোম সায়েন্স, ইন্ডিয়ান ডান্স,মাস মিডিয়া অ্য়ান্ড কমিউনিকেশন, ফিজিক্যাল এডুকেশন, স্প্যানিশ, ওয়েস্টার্ন মিউজিক, যোগা, টেকনিক্যাল ড্রয়িং অ্যাপ্লিকেশন (সময় – ২ ঘণ্টা)

জুলাই ৮ – হিন্দি (সময় – ৩ ঘণ্টা)
জুলাই ১০ – বায়োলজি -সায়েন্স (পেপার ৩) – সময় ২ ঘণ্টা
জুলাই ১২ – ইকনমিক্স (গ্রুপ টু ইলেকটিভ) -সময় ২ ঘণ্টা

দশম শ্রেণির প্রতিটি পরীক্ষা হবে বেলা ১১টা থেকে।

[আরও পড়ুন: অযোধ্যায় মন্দিরের জন্য মাটি খুঁড়তেই মিলল শিবলিঙ্গ, দেবমূর্তি! উচ্ছ্বসিত রামভক্তরা]

প্রতি বছরের মতো এবছরও পরীক্ষার প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট দেওয়া হচ্ছে। তাই ১০.৪৫ এর মধ্যে পরীক্ষার্থীদের হলে প্রবেশের নির্দেশিকা দেওয়া হয়েছে। এছাড়া করোনা আবহে পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট স্বাস্থ্যবিধি জারি করেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস। প্রত্যেককে পরীক্ষার্থীর মাস্ক পরা বাধ্যতামূলক। সোশ্যাল ডিসট্যান্স মেনে সবাইকে পরীক্ষার আসনে বসতে হবে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement