Advertisement
Advertisement

Breaking News

New Parliament building

নাগপুরের সেগুন থেকে মির্জাপুরের কার্পেট, নতুন সংসদ ভবনে মিলেছে দেশ, ব্রাত্য বাংলা!

'এক ভারত শ্রেষ্ঠ ভারত' আদর্শকে মাথায় রেখেই তৈরি হয়েছে সংসদ ভবন।

New Parliament building celebrates colors of India। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 27, 2023 3:12 pm
  • Updated:May 27, 2023 3:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের নাগপুরের সেগুন কাঠ থেকে উত্তরপ্রদেশের মির্জাপুরের কার্পেট। ত্রিপুরার বাঁশের মেঝে থেকে রাজস্থানের পাথুরে খোদাই। নতুন সংসদ ভবনে (New Parliament building) এভাবেই ভারতের প্রাণবন্ত রং ও বৈচিত্র মিশে গিয়েছে। রবিবারই যার উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ এই আদর্শেরই স্বার্থক প্রতিফলন যেন। আর সেটাই লক্ষ্য ছিল বলে সরকারি সূত্রের দাবি। তবে এই তালিকায় পশ্চিমবঙ্গ-সহ অন্য কয়েকটি রাজ্যই ব্রাত্য বলেই জানা যাচ্ছে। দেখে নেওয়া যাক সংক্ষিপ্ত তালিকা।

  • ভবনের ভিতরে থাকা আসবাব তৈরি হয়েছে সেগুন কাঠ দিয়ে। যা এসেছে মহারাষ্ট্রের নাগপুর থেকে।
  • আসবাবগুলি তৈরি হয়েছে মুম্বইয়ে।
  • রাজস্থানের উদয়পুর থেকে এসেছে কেশরিয়া সবুজ পাথর, আজমেঢ়ের কাছে লেখানগর থেকে লাল গ্র্যানাইট ও আম্বাজি থেকে শ্বেতপাথর।

[আরও পড়ুন: ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে সানি-আমিশার ‘গদর: এক প্রেম কথা’, কিন্তু কেন?]

Parliament

Advertisement
  • গুজরাটের আহমেদাবাদ থেকে আনা হয়েছে পিতল। তা দিয়ে সংসদ ভবন সেজে উঠেছে অপরূপ কারুকাজে।
  • ভবন নির্মাণের বালি আনা হয়েছিল হরিয়ানার চরখি দাদরি থেকে। ইট এসেছিল হরিয়ানার পাশাপাশি উত্তরপ্রদেশ থেকেও।

Parliament

  • পাথরের ‘জালি’র কাজগুলি রাজস্থানের রাজনগর এবং উত্তর প্রদেশের নয়ডা থেকে এসেছে।
    ভবনের ‘ফলস সিলিং’-এর ইস্পাতের কাঠামো দমন ও দিউয়ের।
  • উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে এসেছে কার্পেট।

[আরও পড়ুন: ইমরানের শরীরে কোকেন! মানসিক ভারসাম্যহীন ‘কাপ্তান’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement