Advertisement
Advertisement
৩৭০ ধারা

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল অখণ্ড ভারত তৈরির পদক্ষেপ, জানালেন প্রধানমন্ত্রী

রামমন্দির নিয়ে যারা উসকানিমূলক মন্তব্য করছে তাদেরও সাবধান করেন মোদি।

New paradise for new Kashmir, says PM Narendra Modi
Published by: Soumya Mukherjee
  • Posted:September 19, 2019 8:15 pm
  • Updated:September 19, 2019 8:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে অখণ্ড ভারতের স্বপ্নকে সফল করার জন্য। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাসিকে গিয়ে একথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী অক্টোবর
মাসে বিধানসভা নির্বাচন হতে চলেছে মহারাষ্ট্রে। সেই উপলক্ষে আজ নাসিকে নির্বাচনী জনসভা করতে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে কাশ্মীর প্রসঙ্গে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি। যুগ যুগ ধরে কাশ্মীরিদের
কংগ্রেস বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন। তবে ৩৭০ ধারা বাতিলের পর কেন্দ্র কাশ্মীর উপত্যকায় ‘নতুন ভূস্বর্গ’ তৈরি করতে উদ্যোগ নিয়েছে বলেই তিনি জানান।

[আরও পড়ুন: নতুন বায়ুসেনা প্রধান নিযুক্ত হলেন রাফালে চুক্তির অন্যতম উদ্যোক্তা]

জম্মু ও কাশ্মীরকে জঙ্গিমুক্ত করার শপথ নিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই হিংসার পরিবেশ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কাশ্মীরের যুব সম্প্রদায় এবং সেখানকার মা ও বোনেরা। ৩৭০ ধারা বাতিল হওয়ার পর তাঁরা
এবার উন্নয়ন এবং চাকরি চান। তাই তাঁদের জন্য উপত্যকায় ‘নতুন ভূস্বর্গ’ তৈরির সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্র। আপনারাও কাশ্মীরিদের দেখলে কোলাকুলি করুন। বুঝিয়ে দিন যে তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন পূরণ করার
এই লড়াইয়ে আপনারাও পাশে আছেন।

Advertisement

নিজের বক্তব্যে কংগ্রেসকে তুলোধনা করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসের একশো দিনে তিনি যে কাজ করেছে তার খতিয়ানও দেন মোদি। জানান, ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের মানুষ। অখণ্ড ভারত
তৈরির জন্যই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগামীতে তা পূরণ হওয়ার পাশাপাশি সত্যি হবে জম্মু ও কাশ্মীরের মানুষের স্বপ্নও।

[আরও পড়ুন: ট্রেনে ব্যাগ চুরি হয়েছে, তার দায় প্রধানমন্ত্রীর উপর চাপালেন ছত্তিশগড়ের মন্ত্রী]

তবে আজকের সভা থেকে রামমন্দির নিয়ে যারা উসকানিমূলক মন্তব্য করছে তাদেরও সাবধান করে দেন তিনি। এই ধরনের বাজে কথা বলার কোনও মানে হয় না বলেও উল্লেখ করেন। বলেন, ‘আমি আপনাদের কাছে হাত জোড় করে আবেদন জানাচ্ছি, এই ধরনের অপ্রয়োজনীয় ও অপরিণতমনস্ক আচরণ করবেন না। বিষয়টি এখন দেশের সর্বোচ্চ আদালতের বিচারাধীন। তার ওপরে আস্থা রাখুন।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement