Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীরে গুলির লড়াইয়ে মৃত জঙ্গি, উদ্ধার ২০০০ টাকার নোট

ওই জঙ্গির কাছে নতুন ২০০০ টাকার নোট কিভাবে এল তা নিয়ে প্রশ্ন উঠছে৷

New notes found from terrorist
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 22, 2016 2:29 pm
  • Updated:November 22, 2016 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  জম্মু-কাশ্মীরের বান্দিপোরায়  নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত জঙ্গির কাছ থেকে মিলল নতুন ২০০০ টাকার নোট৷ নিরাপত্তারক্ষীরা জানিয়েছে, মৃত ওই জঙ্গির কাছ থেকে মিলেছে নগদ ১৫,০০০ হাজার টাকা৷ যার মধ্যে ২টি ২০০০ টাকা ও বাকি গুলো ১০০ টাকার নোট৷ মঙ্গলবার নিরাপত্তারক্ষীদের গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর৷ সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সীমান্ত পেরিয়ে ওই দুই জঙ্গি ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়৷ পাল্টা গুলি ছোড়ে জঙ্গিরাও৷ দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর ওই দুই জঙ্গির মৃত্যু হয়৷ মৃত জঙ্গিরা লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা গিয়েছে৷

কিছুদিন আগেই দেশে কালো টাকা ও জাল নোটের কারবারিদের রমরমা রুখতে বাতিল হয়েছে পুরনো ৫০০ ও ১০০০ নোট৷ কেন্দ্রের তরফে দাবি করে হয়েছিল, এতে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপ অনেকটাই আটকানো যাবে৷ পুরনো নোট বাতিল হওয়ায় সমস্যায় পড়বে জঙ্গিরা৷ তবে মঙ্গলবার মৃত ওই জঙ্গির কাছে নতুন ২০০০ টাকার নোট কিভাবে এল তা নিয়ে প্রশ্ন উঠছে৷

Advertisement

প্রসঙ্গত সোমবারই শ্রীনগর থেকে কিছু দূরে মালপোরায় একটি ব্যাঙ্ক থেকে ১৩ টাকা লুঠ করে দুষ্কৃতীরা৷ যে টাকার মধ্যে ১১ লক্ষ টাকাই ছিল পুরনো ৫০০ ও ১০০০ নোট৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement