সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিআইপি সংস্কৃতিতে ইতি টেনে লালবাতিতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন৷ এবার দেশবাসীর মন থেকেই ভিআইপি সংস্কার হটানোর ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৩১ তম ‘মন কি বাত’-এর আসর থেকে জানালেন, নতুন ভারতে কেউ ভিআইপি নয়৷ বরং প্রত্যেক ব্যক্তিই গুরুত্বপূর্ণ৷
‘ভেরি ইমপর্ট্যান্ট পার্সন’-এর ধারণায় ইতি টেনে এদিন প্রধানমন্ত্রী চালু করলেন নয়া ধারণা৷ যাকে বলে ‘এভরি পার্সন ইজ ইমপর্ট্যান্ট’ বা ইপিআই৷ কখনও তাঁর সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, এই সরকার ঠিক দরিদ্রদের জন্য নয়৷ কিন্তু নোট বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে দেশের সাধারণ মানুষের প্রয়োজনেই নেওযা হয়েছে তা কিন্তু বুঝিয়ে দিতে সমর্থ হয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তাঁর লড়াই ছিল কালো টাকার বিরুদ্ধে৷ যে কালো টাকা ধনীদের ভোগবিলাসে ডুবিয়ে গরীবদের কষ্টের জীবন উপহার দিয়েছে৷ সেই বৈষম্য দূর করতেই যে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তা একাধিক বক্তৃতায় বুঝিয়ে দিয়েছিলেন৷ এবার ভাঙতে চাইছেন প্রশাসন সম্বন্ধে মানুষের চলতি ধারণাটিকেও৷ এর আগেও তিনি বলেছিলেন, স্বাধীনতার পর থেকে মানুষ শুধু সরকারের কাছেই এটা ওটা প্রত্যাশা করেছে৷ কিন্তু তাঁর কাছে উন্নয়নের সংজ্ঞা আলাদা৷ তিনি উন্নয়ন বলতে বোঝেন, যখন প্রতিটি মানুষ দেশের উন্নয়নের জন্য এগিয়ে আসবেন, কিছু না কিছু অবদান রাখবেন৷ এই সমবেত প্রচেষ্টাতেই নয়া ভারত জেগে উঠবে বলে দৃঢ় বিশ্বাস তাঁর৷ আর তাই আপাত বৈষম্যের প্রতীকগুলোকেও মুছে দিচ্ছেন৷
লালাবাতি কোনও একজনকে যে আলাদা দূরত্বে রাখে, তা যে কাম্য নয় তা বুঝেই তাতে ইতি টেনেছেন৷ কিন্তু তাতে কি মনোভাব বদলায়? এবার সেই পরিবর্তনের ডাক প্রধানমন্ত্রীর গলায়৷ স্পষ্টই জানিয়ে দিলেন, তাঁর নতুন ভারত ভিআইপি দের জন্য নয়৷ বরং তাঁর ভারতে, এভরি পার্সন ইজ ইমপর্টান্ট৷ প্রত্যেকের গুরুত্ব আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে৷ আসলে দেশে চলতে থাকা ভিআইপি মানসিকতাকেই লাগাম পরাতে সচেষ্ট প্রধানমন্ত্রী৷ পাশাপাশি উন্নয়নকে একমুখী থেকে বহুমুখী করার প্রয়াস৷ সকলের অংশগ্রহণে উন্নয়নকে দিশা দেখানোই তাঁর লক্ষ্য৷ সেখানে সমস্ত ভাল-মন্দর দায় শুধু প্রশাসনের উপর বর্তায় না৷ এই ধারণায় ভালর সুফল যেমন প্রত্যেকের, তেমনই মন্দের দায়ভারও সকলেরই৷ এই ভাবনাই এদিনের অনুষ্ঠান থেকে চারিয়ে দিলেন প্রধানমন্ত্রী৷
পাশাপাসি জোর দিয়েছেন খেলাধুলোর উপরও, বিশেষত তরুণ প্রজন্মের ক্ষেত্রে৷ এছাড়া গরমের সময় বাড়িতে কাগজওয়ালা থেকে দুধওয়ালা বা পোস্টম্যান- যেই আসুন না কেন, তাঁর দিকে জল বাড়িয়ে দেওয়ারও আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.