সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেট প্রস্তাব পাশ হয়ে গেল লোকসভায়। মোট ৩৫টি সংশোধনী-সহ পাশ সংসদের নিম্নকক্ষে পাশ হয়েছে বাজেট প্রস্তাব। বাদ দেওয়া হয়েছে নির্মলা সীতারমণের ডিজিটাল কর। গুগল ও মেটার মতো সংস্থার অনলাইন বিজ্ঞাপন পরিষেবায় যে ৬ শতাংশ কর নেওয়া হত তা তুলে নেওয়ার প্রস্তাব গ্রহণ করতে চলেছে মোদি সরকার।
গত ১ এপ্রিল নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করেছিলেন তাতে বেশ কিছু সংশোধনীর প্রস্তাব এসেছিল। সেগুলির মধ্যে ৩৫টি গৃহীত হয়েছে। সেই সংশোধনী-সহ অর্থবিল হিসাবে বাজেটটি লোকসভায় পাশ হল। এর পর বাজেট রাজ্যসভায় পাশ হলেই বাজেট অধিবেশন শেষ হয়ে যাব। বাজেটে ৫০.৬৫ লক্ষ কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে, যা চলতি অর্থবর্ষের তুলনায় ৭.৪ শতাংশ বেশি। অর্থ বিলে যে সংশোধনীগুলির প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম ডিজিটাল ট্যাক্স।
রাজ্যসভায় বাজেট বিল পাশ হলেই শেষ হবে বাজেট অধিবেশন। অর্থাৎ সরকার যে আয়কর বিল পেশ করেছিল সেটা নিয়ে বাজেট অধিবেশনে আলোচনা করা সম্ভব হল না। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, আয়কর আইন নিয়ে আলোচনা হবে বাদল অধিবেশনে। আয়কর বিল যে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে সেই সিলেক্ট কমিটিকে জানানো হয়েছে বাদল অধিবেশনের শুরুতেই রিপোর্ট পেশ করতে।
নতুন আয়কর আইন নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রের দাবি, ১৯৬১ সালের আয়কর আইনে পরিবর্তন করবে নতুন বিল। বিল পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘আয়কর আইনের ধারা কমিয়ে ৫৩৬-এ নামিয়ে আনা হবে।’’ আয়করের নিয়ম সরল করবে নতুন বিল, এমনটাই মত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। যদিও একেবারে উলটো মত বিরোধীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.