সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনের খাবার মুখে দেওয়ার যোগ্য নয়৷ এমন অভিযোগ রেলযাত্রীরা আখছার তুলে থাকেন৷ কিন্তু সমস্যার সমাধান আর হয়ে ওঠে না৷ খারাপ খাবারের দুর্ভোগ থেকে এবার মুক্তি পেতে চলেছেন যাত্রীরা৷
কীভাবে? এখন থেকে স্মার্টফোনে অত্যন্ত সহজে খাবার অর্ডার দিতে পারবেন রেলযাত্রীরা৷ কয়েক মুহূর্তেই টাটকা গরমাগরম খাবার যাত্রীর সিটে এসে হাজির হয়ে যাবে৷ কেন্টাকি ফ্রায়েড চিকেন থেকে ডমিনোজের পিৎজা, এক ক্লিকেই হাজির হবে মন-পসন্দ খানা৷
মথুরা থেকে ১৯ ঘণ্টা ট্রেন জার্নি করছিলেন অঙ্কের শিক্ষক অমিত ভি৷ মথুরা স্টেশনে স্মার্টফোনের অ্যাপে নিরামিশ খাবার অর্ডার দিয়েছিলেন তিনি৷ খাবার খাওয়ার পর তিনি বলেন, “ট্রেনের প্যান্ট্রিতে যে খাবার পাওয়া যায়, তার থেকে এই খাবার ১০০ গুণ বেশি সুস্বাদু৷”
প্রশ্ন হল, কোথা থেকে আসছে এমন সুস্বাদু খাবার? আসলে অ্যাপটিতে খাবার অর্ডার করলে নিকটতম স্টেশন থেকে খাবার পৌঁছবে আপনার কাছে৷ মথুরা স্টেশনের ডেলিভারি বয় অমন সিং মাত্র দু’মিনিটে ট্রেনের ভিড় ঠেলে যাত্রীর কাছে পৌঁছে তাঁকে খাবার ডেলিভারি দিয়ে টাকা নিয়ে প্ল্যাটফর্মে নেমেও পড়েন৷ অমন জানান, “প্রায়ই শোনা যায় ট্রেনের খাবারে আরশোলা পাওয়া গিয়েছে৷ এছাড়াও প্যান্ট্রি নোংরা থাকার অভিযোগ তো আছেই৷” ভারতের রেলওয়ে নেটওয়ার্কের উন্নতির জন্য এই নয়া পরিষেবা চালু করা হয়েছে৷ এর আগে রেল স্টেশনে ফ্রি ওয়াই-ফাই পরিষেবা চালু করেছে রেলমন্ত্রক৷ এবার খাবারের বিভাগেও ভোলবদল করতে চায়৷ বেসরকারি কয়েকটি কোম্পানি নাম করা স্টেশনের আশেপাশের রেস্তোরাঁর সঙ্গে গাঁটছড়া বেঁধে এই হোম ডেলিভারির ব্যবস্থা করছে৷ আগামী দিনে খাবার ডেলিভারির জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে রান্নাঘর (বেস কিচেন) তৈরি করার পরিকল্পনাও রয়েছে৷ অর্থাৎ এবার থেকে আরও আকর্ষণীয় রেল যাত্রা উপভোগ করবেন যাত্রীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.