Advertisement
Advertisement

Breaking News

ভারতে ধরা পড়ল সম্পূর্ণ নতুন এক ডেঙ্গু ভাইরাস

সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় মহামারীর পিছনে দায়ী এই ভাইরাসই।

New dengue strain confirmed in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 2, 2017 4:11 am
  • Updated:November 2, 2017 4:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পূর্ণ নতুন ধরনের এক ডেঙ্গু ভাইরাস শনাক্ত করলেন বিজ্ঞানীরা। ভারতে এই ধরনের ডেঙ্গু ভাইরাস এর আগে আবিষ্কৃত হয়নি। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরলজি-র গবেষকরা এই ভাইরাসটি শনাক্ত করেছেন। তাঁদের মত, ২০০৫-এ সিঙ্গাপুর ও ২০০৯-এ শ্রীলঙ্কায় ডেঙ্গু মহামারীর আকার নেওয়ার পিছনে এই ভাইরাসই দায়ী। নয়া এশিয়ান জেনোটাইপ ভাইরাসের মারণ ক্ষমতা নিয়ে চিন্তিত গবেষকরা।

[বয়লার বিস্ফোরণে মৃত বেড়ে ২২, দুর্ঘটনাস্থল পরিদর্শনে রাহুল গান্ধী]

এই নতুন ধরনের ভাইরাস ভারতেও আক্রমণের থাবা বসিয়েছে। ২০১২-তে তামিলনাড়ু ও ২০১৩-তে কেরলে মহামারীর আকার নেই ডেঙ্গু, যার পিছনে দায়ী এই DENV-1 ভাইরাসের এশিয়ান জেনোটাইপ। ভারতে সাধারণত চার ধরনের ডেঙ্গু ভাইরাস দেখা যায়। ডেঙ্গু ভাইরাস টাইপ ১(DENV-1), DENV-2, DENV-3 ও DENV-4। নয়া এশিয়ান জেনোটাইপ ভাইরাসের খোঁজ মিলেছে দক্ষিণ ভারতে ডেঙ্গুতে আক্রান্তদের রক্তের নমুনা থেকে। তবে এই ভাইরাস এখনও DENV-১-এর আমেরিকান-আফ্রিকান জেনোটাইপের চেয়ে বেশি ছড়ায়নি।

Advertisement

পুরনো ভাইরাসটির অস্তিত্ব এ দেশে সেই ১৯৪০ থেকে রয়েছে। কিন্তু নয়া ভাইরাসটি এখনও মূলত দেশের দক্ষিণ ভাগে ঘুরছে। তবে মহারাষ্ট্র, দিল্লি ও দেশের অন্যান্য কয়েকটি প্রান্তেও ধীরে ধীরে এই নয়া ভাইরাস ছড়াচ্ছে। বিজ্ঞানী দেবেন্দ্র মৌর্য বলছেন, ‘২০০৫-এ সিঙ্গাপুরে ও ২০০৯-এ শ্রীলঙ্কায় মহামারী ছড়ানোর পিছনে দায়ী এই এশিয়ান জেনোটাইপ এর আগে কখনও ভারতে দেখতে পাওয়া যায়নি। এটি ভারতে নতুন এসেছে।’ নয়া ভাইরাসটির উপর কড়া নজর রাখা হচ্ছে যাতে এটি মহামারীর আকারে ছড়িয়ে না পড়ে।

[ভরতুকিবিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার পিছু ৯৩ টাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement