Advertisement
Advertisement

Breaking News

আগামিকালই শেষ পুরনো ৫০০ টাকার নোটে সব লেনদেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ ডিসেম্বর নয়, ২ ডিসেম্বর পর্যন্তই পুরনো বাতিল ৫০০ টাকার নোটে লেনদেন করা যাবে৷ বৃহস্পতিবার সন্ধেতেই বিষয়টি সরকারিভাবে ঘোষণা করা হবে বলে সূত্রের খবর৷আরও পড়ুন:সাত মাস পর নয়া চেয়ারম্যান পেল জাতীয় মানবাধিকার কমিশন, জেনে নিন পরিচয়‘কোনও মন্তব্য নয়’, হাসিনার প্রত্যর্পণ দাবিতে ‘ধীরে চলো’ নীতি ভারতের Advertisement কেন্দ্রের তরফে এর আগে জানানো হয়েছিল, […]

New Deadline for old 500 rupee notes at Petrol Pumps, is December 2
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 1, 2016 2:08 pm
  • Updated:September 8, 2020 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ ডিসেম্বর নয়, ২ ডিসেম্বর পর্যন্তই পুরনো বাতিল ৫০০ টাকার নোটে লেনদেন করা যাবে৷ বৃহস্পতিবার সন্ধেতেই বিষয়টি সরকারিভাবে ঘোষণা করা হবে বলে সূত্রের খবর৷

কেন্দ্রের তরফে এর আগে জানানো হয়েছিল, পেট্রোল পাম্প, রেলের কাউন্টার, হাসপাতাল, বিমান টিকিট বুক-সহ সমস্ত সরকারি পরিষেবার ক্ষেত্রে ১৫ ডিসেম্বর পর্যন্ত পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ৷ কিন্তু এদিন তার সময়সীমা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ যদিও এ বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি৷ একটি সংবাদ সংস্থার টুইটকে রিটুইট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ তাতেই এই সিদ্ধান্তের কথা স্পষ্ট হয়৷ অর্থাৎ শুক্রবার মধ্যরাতের পর বিদ্যুতের বিল বা পেট্রোলের দাম মেটাতে গেলে নয়া ৫০০ অথবা ২০০০-এর নোটই ব্যবহার করতে হবে৷

Advertisement

সন্ত্রাসবাদ এবং কালো টাকায় লাগাম টানতে গত মাসের ৮ তারিখ মধ্যরাত থেকে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই ঘোষণার পর প্রথমে জানানো হয়েছিল, ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল নোট ব্যাঙ্ক থেকে অদলবদল করা যাবে৷ কিন্তু পরে তারও সময়সীমা কমিয়ে ২৪ নভেম্বর করে দেওয়া হয়৷ এবার বাতিল ৫০০ টাকার নোটে সরকারি পরিষেবাও বন্ধ হতে চলেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement