Advertisement
Advertisement
Electoral Bond

ভোট ঘোষণার পরেই প্রকাশ্যে ইলেক্টোরাল বন্ডের আরও তথ্য, কী জানাল কমিশন?

কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে নয়া তথ্য।

New Data Electoral Bonds Released by EC
Published by: Kishore Ghosh
  • Posted:March 17, 2024 4:24 pm
  • Updated:March 17, 2024 4:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনকে (Central Election Commission) অসম্পূর্ণ তথ্য দেওয়ায় গত শুক্রবার SBI-কে ধমক দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে তথ্য দিয়েছে তাতে ইলেক্টোরাল বন্ডের ‘ইউনিক নম্বর’ দেওয়া হয়নি। এর মধ্যেই রবিবার নির্বাচন বন্ড সংক্রান্ত নয়া তথ্য প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। কে সেই তথ্য?

রবিবার কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের অন্তবর্তীকালীন নির্দেশ মেনে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিয়েছিল রাজনৈতিক দলগুলি। মুখবন্ধ খাম না খুলেই সেই তথ্য শীর্ষ আদালতে জমা দিয়েছিল কমিশন। শুক্রবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তার ভিত্তিতে মুখবন্ধ খামে সেই তথ্য ফেরত পাঠায় শীর্ষ আদালতের রেজিস্ট্রি। সঙ্গে পেনড্রাইভে ডিজিটাল ভার্সনও পাঠানো হয়। সেই তথ্যই রবিবার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যা আদতে রাজনৈতিক দলগুলির দেওয়া নির্বাচনী বন্ডের তথ্য।

Advertisement

 

[আরও পড়ুন: লোকসভার সঙ্গে কেন বিধানসভা ভোট নয় কাশ্মীরে? পাঁচ বছর আগের অজুহাতই ফের দিল কমিশন

উল্লেখ্য, শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট জানিয়েছে নির্বাচন কমিশন। সাত দফায় ভোট হবে ১৯ এপ্রিল থেকে ১ জুন অবধি। ফল ঘোষণা ৪ জুন। এর পর রবিবার নির্বাচনী বন্ড সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। যদিও সেখানেও ইলেক্টোরাল বন্ডের ‘ইউনিক নম্বর’ দেওয়া হয়নি। তবে কী আছে নয়া নথিতে? রয়েছে বন্ডের তারিখ ও সংখ্যা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন শাখার বন্ড, তা কেনার তারিখ এবং রাজনৈতিক দলগুলি কবে ভাঙিয়েছিল, সেই তারিখ।

 

[আরও পড়ুন: রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে নৈশভোজের সময় হামলা, গুলি ও ছোরার কোপে খুন যুবক!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement