ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে একতরফা জয় বিজেপির। গত ৮ আগস্ট সে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। মঙ্গলবার গণনার ফল প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, বিজেপি একাই জিতেছে ৫৯৪০টি আসন। তাদের সহযোগী তিপ্রা মথা জিতেছে ১০২ আসন। অন্যদিকে বিরোধী কংগ্রেস এবং সিপিএম যথাক্রমে ১৪১ এবং ১৪৭টি আসনে জয়লাভ করেছে।
ত্রিপুরার শাসক দলের বিজেপির বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনকে তারা প্রহসনে পরিণত করেছে। বিরোধীদের অভিযোগকে সত্যি করে ভোটের আগেই ৬৩৭০টি আসনের মধ্যে বিজেপি প্রায় চার হাজার কেন্দ্রে জয়ী হয়েছিল। অন্যদিকে পঞ্চায়েত সমিতির ৪২৩ আসনের মধ্যে ভোটের আগেই বিজেপির ঝুলিতে গিয়েছিল ২৩৫টি আসন। গণনার পর দেখা গেল বাকি আসনেও গেরুয়া ঝড়। সব মিলিয়ে ৪০৫টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। কংগ্রেস ৮ এবং সিপিএমের সাতটি আসন জুটেছে। জেলা পরিষদেরও একই অবস্থা। ১১৬টি আসনের মধ্যে ১১৩টি গিয়েছে বিজেপির ঝুলিতে। কংগ্রেস ২টি এবং সিপিএম ১টিতে জয়ী হয়েছে।
২০১৮ সালের মার্চ মাসে বিধানসভা ভোটে জয়লাভ করে ত্রিপুরা দখল করে বিজেপি। সেই বছরই সেপ্টেম্বর মাসের শেষে পঞ্চায়েত ভোট হয়েছিল রাজ্যে। সে বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় ৯৬ শতাংশ আসন জিতে নিয়েছিল বিজেপি। এবার অবশ্য তা কমে হয়েছে ৭১ শতাংশ। তার পরেও ত্রিপুরায় পঞ্চায়েত ভোট নিয়ে প্রশ্ন উঠছে শাসক দলের বিরুদ্ধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.