Advertisement
Advertisement
জয়া বচ্চন

উন্নাও কাণ্ডের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সহাস্য জয়া, কটাক্ষের শিকার সপা সাংসদ

“জয়ার হাবভাব দেখুন, দেশের কী দুর্ভাগ্যজনক অবস্থা”, সমালোচনার ঝড় নেটদুনিয়ায়।

Netizens slams MP Jaya Bachchan over her Unnao protest reaction
Published by: Sandipta Bhanja
  • Posted:July 31, 2019 3:40 pm
  • Updated:July 31, 2019 3:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নেটদুনিয়ায় সেলেবদের ট্রোল হওয়া বর্তমানে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পান থেকে চুন খসলেই ট্রোলের কোপে পড়তে হয় তারকা, রাজনীতিবিদদের। এবার সেই তালিকায় নবতম সংযোজন সপা সাংসদ জয়া বচ্চন। উন্নাও কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সংসদের বাইরে গান্ধীমূর্তির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন সপা সাংসদরা। সেখানেই উপস্থিত ছিলেন জয়া। আর তাঁর আচরণেই বেজায় ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা।

“যত্তসব নাটক! এগুলো ওঁদের ‘পলিটিক্যাল প্রোপাগান্ডা’ ছাড়া আর কিচ্ছু না..।” কটাক্ষ নেটিজেনদের।

Advertisement

উন্নাও কাণ্ডের নির্যাতিতার সঙ্গে হওয়া দুর্ঘটনা কি শুধুই আকস্মিক ঘটনা নাকি এর নেপথ্যে রয়েছে কোনও ষড়যন্ত্র? প্রাণনাশের আশঙ্কা নিয়েও সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি লিখেছিলেন ধর্ষিতা। তবে লেখাই সার। সেই চিঠি পৌঁছায়নি সময়ে। ধর্ষণে অভিযুক্ত কুলদীপ সিং সেনেগারের বিরুদ্ধে উঠেছে যড়যন্ত্রের অভিযোগ। আদৌ কি জেলে বসে খুনের যড়যন্ত্র করেছিলেন তিনি? যাবতীয় প্রশ্ন তুলে উন্নাও ইস্যু নিয়ে সরব গোটা দেশ। সেই ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার সঙ্গে হওয়া দুর্ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার গান্ধীমূর্তির সামনে একত্রিত হয়েছিলেন জয়া বচ্চন সহ-সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস সাংসদরা। সরব হয়েছিলেন উন্নাও নির্যাতিতার সঙ্গে হওয়া ভয়াবহ দুর্ঘটনার বিরুদ্ধে। কিন্তু কেন নেটিজেনদের সমালোচনার স্বীকার হলেন জয়া বচ্চন?

[আরও পড়ুন: ‘কেন সময়ে পৌঁছায়নি উন্নাওয়ের ধর্ষিতার চিঠি’, প্রশ্ন ক্ষুব্ধ প্রধান বিচারপতির]

আসলে তাঁরা মুখে প্রতিবাদী বুলি আওড়ালেও, হাবেভাবে কিন্তু তাঁদের মধ্যে প্রতিবাদী সত্ত্বার লেশমাত্র ছিল না। সমাজবাদী পার্টির টুপি পরে স্লোগান তোলার সময় তাঁরা হাসছিলেন এবং এর মাঝেই হালকা চালে নিজেদের মধ্যে কথোপকথন শুরু করেছিলেন। দেখে মনেই হচ্ছিল না যে তাঁরা সেখানে কোনও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে প্রতিবাদ করার জন্য পৌঁছেছিলেন। নেতা-মন্ত্রীদের এধরনের আচার-আচরণের সেই মুহূর্তই ক্যামেরাবন্দি হয়ে আপাতত ওয়েবসফর করছে। সেসব ভাইরাল হওয়া ছবিতেই জয়া বচ্চনকে দেখা গিয়েছে গা-ছাড়া হাবভাবে হাসিতে ফেটে পড়েছেন তিনি। অতঃপর নেটিজেনদের বাক্যবাণ থেকেও রেহাই পাননি বলিউডের প্রবীণ অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া।

[আরও পড়ুন: অপর্ণা সেনদের বিরোধিতা, প্রধানমন্ত্রীকে রক্তে লেখা চিঠি পাঠাল হিন্দু মহাসভা]

জয়ার এধরনের অভিব্যাক্তি নজরে আসায় সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা। “হ্যাঁ, ওঁরা উন্নাও ইস্যু নিয়ে কতটা সমব্যথিত, তা ওঁদের হাবভাবেই প্রকাশ পাচ্ছে” এমন মন্তব্যও করেছেন কেউ। কেউ বা আবার বলেছেন, “যত্তসব নাটক! এগুলো ওঁদের ‘পলিটিক্যাল প্রোপাগান্ডা’ ছাড়া আর কিচ্ছু না..।” “জয়ার হাবভাব দেখুন, দেশের কী দুর্ভাগ্যজনক অবস্থা। একমাত্র গান্ধীজি ছাড়া এই ফ্রেমে সকলেই হাসছেন।” জয়ার আচরণে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে নেটদুনিয়ায়।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement