Advertisement
Advertisement

Breaking News

ব্রিটিশদের চোখে যুদ্ধপরাধী ছিলেন না নেতাজি, প্রকাশ বিদেশ মন্ত্রকের ফাইলে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে চতুর্থ পর্যায়ের আরও ২৫টি ফাইল প্রকাশ করল কেন্দ্রীয় সরকার৷ এই নিয়ে কেন্দ্রের তরফে নেতাজি সংক্রান্ত মোট ২০০টি ফাইল প্রকাশ করা হল৷ ২৫টি ফাইল মূলত ১৯৬৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত সময়কালের৷ সরকারিভাবে জানানো হয়েছে, ২৫টি ফাইলের মধ্যে পাঁচটি ফাইল এসেছে সরাসরি প্রধানমন্ত্রীর দফতর থেকে৷ চারটি স্বরাষ্ট্র মন্ত্রক এবং ১৬টি […]

Netaji never labelled a war criminal by British
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2016 10:37 am
  • Updated:May 29, 2016 10:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে চতুর্থ পর্যায়ের আরও ২৫টি ফাইল প্রকাশ করল কেন্দ্রীয় সরকার৷ এই নিয়ে কেন্দ্রের তরফে নেতাজি সংক্রান্ত মোট ২০০টি ফাইল প্রকাশ করা হল৷ ২৫টি ফাইল মূলত ১৯৬৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত সময়কালের৷ সরকারিভাবে জানানো হয়েছে, ২৫টি ফাইলের মধ্যে পাঁচটি ফাইল এসেছে সরাসরি প্রধানমন্ত্রীর দফতর থেকে৷ চারটি স্বরাষ্ট্র মন্ত্রক এবং ১৬টি বিদেশ মন্ত্রক থেকে এসেছে৷ প্রসঙ্গত এ বছরের ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে থেকেই নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ ২০১৫ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির ফাইল প্রকাশের পরই কেন্দ্রের হেফাজতে থাকা ফাইল প্রকাশ্যে আনার দাবি তোলেন৷ এর পরই তড়িঘড়ি কেন্দ্রের হাতে থাকা গোপন ফাইলও প্রকাশ করার সিান্তের কথা ঘোষণা করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

তবে এ বারের উল্লেখযোগ্য ঘটনা, প্রধানমন্ত্রী দফতর থেকে যে ফাইলগুলি এসেছে, তার মধ্যে একটির কয়েকটি পাতা নেই৷ প্রাক্তন প্রধানমনন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের এক অফিসার তা লক্ষ্যও করেছিলেন৷ কিন্তু তা নিয়ে কোনও তদন্ত হয়নি৷ এর পাশাপাশি, প্রধানমন্ত্রীর আরও ফাইল থেকে থেকে জানা গিয়েছে যে, নেতাজিকে মরণোত্তর ‘ভারতরত্ন’ দেওয়ার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও চিঠি দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আর বেঙ্কটরমনকে৷ উল্লেখ্য, ১৯৯২ সালে মৌলানা আবুদল কালাম আজাদের সঙ্গে নেতাজির নামও অনুমোদন করেছিল প্রধানমন্ত্রী দফতর৷ কিন্তু নেতাজির পরিবার তা নিতে অস্বীকার করে৷ বলে, “ভারতরত্নের থেকে অনেক বড় নেতাজি৷” অন্যদিকে, বিদেশ মন্ত্রকের একটি ফাইলে বলা হয়েছে যে, “নেতাজি কোনওদিনই যুদ্ধপরাধী ছিলেন না৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement