Advertisement
Advertisement
Ram Mandir

অলঙ্কার, বাহারি পোশাক থেকে মিষ্টি, রামের শ্বশুরবাড়ি থেকে অযোধ্যায় আসছে অঢেল উপহার!

২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Nepal To Send Jewels, Clothes and Sweets For Ram Mandir | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:December 24, 2023 8:11 pm
  • Updated:December 24, 2023 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের ২২ জানুয়ারি রামমন্দির (Ram Temple) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যায় এখন সাজ সাজ রব। রাম জন্মভূমির সেই মহাযজ্ঞে অংশ নিতে চলেছে রামের শ্বশুরবাড়ির লোকেরাও। অপরপক্ষে তাঁদের তরফে পাঠানো হচ্ছে অলঙ্কার, জামাকাপড় থেকে মিষ্টি। জানেন তো কোথায় ছিল মর্যাদাপুরুষত্তম রামের শ্বশুরবাড়ি?

রামায়ণ অনুযায়ী, অযোধ্যার রাজা রামের সঙ্গে বিবাহ হয় জনকপুরের রাজা জনকের কন্যা সীতার। মহাকাব্যে বর্ণিত সেই জনকপুর বর্তমান নেপালে অবস্থিত। সেই শ্বশুরবাড়ি থেকেই আসছে ঢালাও উপহার। নেপালের সংবাদমাধ্যমগুলির দাবি, রামমন্দির উদ্বোধনের একদিন আগেই নেপাল থেকে অলঙ্কার, বাসনপত্র, জামাকাপড়, মিষ্টি-সহ বহু উপহার পৌঁছাবে অযোধ্যায়। সেই উপহার মাথায় করে আনবেন সীতার বাপের বাড়ির বর্তমান সদস্যরাই!

Advertisement

 

[আরও পড়ুন: টার্গেট ৫০ শতাংশ ভোট! লোকসভায় নতুন মুখে জোর বিজেপির]

নেপালের সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, ১৮ জানুয়ারি জনকপুর থেকে যাত্রা শুরু হবে। জনকপুরধাম থেকে জলেশ্বরনাথ, মালংওয়া, সিমরৌংগড়, গাধিমাই, বীরগঞ্জ হয়ে ভারতে প্রবেশ করবে ওই যাত্রা। এর পর বেটিয়া, কুশিনগর, সিদ্ধার্থনগর, গোরখপুর হয়ে ২০ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় মহাযাত্রা শেষ হবে। ওই দিনই শ্রীরাম জন্মভূমি রামমন্দির ট্রাস্টের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন জানকী মন্দিরের প্রতিনিধিরা। ২২ জানুয়ারি রামলাল্লার অভিষেক অনুষ্ঠানেও অংশ নেবেন তাঁরা। বলা বাহুল্য, এই ঘটনা রামমন্দির উদ্বোধনে নতুন মাত্রা যোগ করবে।

 

[আরও পড়ুন: দেশে চোখ রাঙাচ্ছে করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট! টিকা লাগবে কি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement