সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামচন্দ্রের পর এবার গৌতম বুদ্ধকে নিয়ে দড়ি টানাটানি ভারত এবং নেপালের! রবিবার বণিকসভার এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী এস জয়শংকর গৌতম বুদ্ধকে (Gautam Buddha) ‘ভারতীয়’ বলে দাবি করে বসেন। যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। তীব্র প্রতিক্রিয়া আসে নেপালের (Nepal) তরফ থেকে। ভারতের ক্ষুদ্র প্রতিবেশী রাষ্ট্রের দাবি, ভারতে নয়, গৌতম বুদ্ধ নেপালে জন্মেছিলেন। এবং সেটা প্রমাণিত সত্য। ভারত যতই নিজেদের মতো দাবি করুক। ইতিহাস তাতে বদলাবে না। নেপালের তরফে এই কড়া প্রতিক্রিয়া আসার পর বিবৃতি দেয় নয়াদিল্লিও। দিল্লির তরফেও নেপাল সরকারের দাবি মেনে নেওয়া হয়।
গতকাল সিআইআই (CII) আয়োজিত এক ভারচুয়াল সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী জয়শংকর বলেন,”নৈতিকতার দিক থেকে বিচার করতে হলে, ভারতের দুজন মানুষকে গোটা বিশ্ব আজও মনে রাখে। একজন হলেও গৌতম বুদ্ধ, আরেকজন মহাত্মা গান্ধী।” বিদেশমন্ত্রী যেভাবে গৌতম বুদ্ধকে ‘ভারতীয়’ বলে দাবি করেছেন, তা একেবারেই ভালভাবে নেয়নি কাটমাণ্ডু। নেপালের বিদেশমন্ত্রকের মুখপাত্র জয়শংকরের (S Jaishankar) বক্তৃতার তীব্র প্রতিবাদ করে বলেন,”ভারতেরই সম্রাট অশোক নেপালের লাম্বিনিতে বুদ্ধের জন্মস্থানে একটি সৌধ নির্মাণ করেছিলেন। সেই সৌধটি যে কোনও ভিত্তিহীন দাবির থেকে অনেক শক্তিশালী।” নেপালের বিদেশমন্ত্রকের তরফেও জয়শংকরের বয়ানের তীব্র বিরোধিতা করা হয়। তাঁদের তরফে বলা হয়, “লাম্বিনি গৌতম বুদ্ধের জন্মস্থান এবং বৌদ্ধ ধর্মের উৎপত্তিস্থল। উইনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে।”
নেপালের এই আক্রমণের মুখে পরে বিবৃতি দিতে হয় ভারতের বিদেশমন্ত্রককে। নয়াদিল্লি জানিয়ে দিয়েছে,”বিদেশমন্ত্রী জয়শংকর বুদ্ধদেবকে ভারতীয় বলে দাবি করেননি। তিনি শুধু বলতে চেয়েছেন ভারত বৌদ্ধ সংস্কৃতির ধারক ও বাহক। গৌতম বুদ্ধ যে নেপালে জন্মেছিলেন তাতে কোনও সন্দেহ নেই।” উল্লেখ্য, সম্প্রতি নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই ভাল যাচ্ছে না। প্রায় সব ইস্যুতেই নয়াদিল্লির বিরোধিতা করছে নেপালের কমিউনিস্ট সরকার। কদিন আগে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি দাবি করেছিলেন শ্রীরামচন্দ্র নাকি নেপালে জন্মেছেন। সেটা নিয়েও কম বিতর্ক হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.