Advertisement
Advertisement
NEET

NEET’এর নয়া সময়সূচি ঘোষণা করল শিক্ষামন্ত্রক, আবেদন প্রক্রিয়া শুরু কবে?

১ আগস্ট থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও বিভিন্ন সমস্যার জন্য তা পিছিয়ে দেওয়া হল।

NEET 2021 will held on September 12 | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 12, 2021 9:45 pm
  • Updated:July 13, 2021 1:25 am  

সোমনাথ রায়, নয়াদিল্লি: করোনা আবহে পিছিয়ে গেল নিট (NEET) স্নাতকস্তরের পরীক্ষা। সোমবার নয়া দিনক্ষণ ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Education Ministry) ধর্মেন্দ্র প্রধান। সঙ্গে জানালেন পরীক্ষা সংক্রান্ত খুঁটিনাটিও। কবে শুরু হচ্ছে পরীক্ষা?

করোনা পরিস্থিতিতে দেশজুড়ে কার্য়ত থমকে শিক্ষাব্যবস্থা। তালা ঝুলেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে। বাতিল হয়েছে একাধিক পরীক্ষাও। এমন পরিস্থিতিতে মহামারীকে পাশ কাটিয়ে শিক্ষাব্যবস্থাকে এবার ছন্দে ফেরাতে মরিয়া নতুন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই লক্ষ্যে সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নিট স্নাতকস্তরের পরীক্ষার সময়সূচি ঘোষণা করল।

Advertisement

[আরও পড়ুন: নাড্ডার কাছে ‘বেসুরো’দের বিরুদ্ধে নালিশ দিলীপের, ইঙ্গিত মিলল সাংগঠনিক রদবদলেরও]

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ঘোষণা অনুযায়ী, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে চলতি বছরের নিট স্নাতকস্তরের পরীক্ষা। ১ আগস্ট থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখে তা পিছিয়ে দেওয়া হল। এদিন মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক এবং রাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক সারেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার পরই এদিন পরীক্ষা সংক্রান্ত ঘোষণা করলেন তিনি।

 

[আরও পড়ুন: কবে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন? সময়সূচি ঘোষণা লোকসভার স্পিকারের]

ঘোষিত হয়েছে পরীক্ষার নিয়মকানুন

  • পরীক্ষায় বসার জন্য আবেদন মঙ্গলবার বিকেল পাঁচটার পর থেকে এনটিএ-র ওয়েবসাইটে করা যাবে
  • পরীক্ষায় শারীরিক দুরত্ব-সহ অন্যান্য কোভিড নির্দেশিকার দিকে কড়া নজর দেওয়া হচ্ছে।
  • ভিড় কমাতে ১৫৫-র বদলে এবার ১৯৮টি শহরে নেওয়া হবে এই পরীক্ষা।
  • স্বাভাবিকভাবেই বাড়বে পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও।
  • পরীক্ষাকেন্দ্রে প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়া হবে মাস্ক।
  • জটলা এড়াতে পরীক্ষাকেন্দ্রে ঢোকা ও বেরনোর সময়ও আলাদা করা হচ্ছে।
  • হলে রেজিস্ট্রেশন হবে স্পর্শহীন।
  • হলে বসার ব্যবস্থাও করা হবে শারীরিক দূরত্ব ও স্যানিটাইজেশনের কথা মাথায় রেখে।
  • এছাড়া আসবাব-সহ গোটা পরীক্ষাকেন্দ্রই পরীক্ষার আগে ও পরে স্যানিটাইজ করা হবে।
  • পরীক্ষাকেন্দ্রে বড় খোলা জানলা ও বৈদ্যুতিক পাখা থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement