Advertisement
Advertisement

Breaking News

বাজওয়া থেকে সাবধান, মন্তব্য প্রাক্তন সেনাপ্রধান বিক্রম সিংয়ের

রাষ্ট্রসংঘের একটি কাজে বিক্রম সিং-এর অধীনে কাজ করেছিলেন কামার জাভেদ বাজওয়া৷  

 Need to be careful of a new pak general , says ex-army chief Bikram singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 27, 2016 2:52 pm
  • Updated:November 27, 2016 2:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন পাক সেনা প্রধান হইতে সাবধান৷ নতুন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া প্রসঙ্গে এমনই দাবি প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান বিক্রম সিং-এর৷ প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের একটি কাজে বিক্রম সিং-এর অধীনে কাজ করেছিলেন কামার জাভেদ বাজওয়া৷ এমনকি, কাজের ক্ষেত্রে তাঁর পারফরম্যান্সও প্রশংসনীয় বলে জানান তিনি৷ দেশের প্রাক্তন সেনাপ্রধানের বক্তব্য, সারা বিশ্বে শান্তি বজায় রাখার চেষ্টা চালাচ্ছে রাষ্ট্রসংঘ৷ তবে যেখানে দেশের স্বার্থ চলে আসে তখন সাহসী পদক্ষেপ করতেই হয় বলে দাবি করেন তিনি৷ বিক্রম সিং এর আরও দাবি, ভারতের উচিত কামার জাভেদ বাজওয়ার আমলে তাঁদের পাকিস্তানের সেনার নীতিগত অবস্থানে কী কী পরিবর্তন হচ্ছে তার উপর কড়া নজর রাখা৷

বর্তমানে ভারত-পাক সীমান্ত উত্তপ্ত৷ গুলি, পাল্টা গুলি চলছেই৷ গত মঙ্গলবারই পাক সেনার হামলায় শহিদ হয়েছেন তিন ভারতীয় জওয়ান৷ মোক্ষম জবাব দিতে ছাড়েনি ভারতীয় সেনাও৷ ঠিক তখনই পাক সেনার দায়িত্বে থাকা রাহিল শরিফের জায়গায় কামার জাভেদ বাজওয়াকে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ ৩০ শে নভেম্বর নিজের পদ থেকে অবসর নিচ্ছেন রাহিল শরিফ৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নিজের অবসরের সময়সীমা বাড়িয়ে থাকেন পাক সেনাপ্রধানরা৷ তবে এক্ষেত্রে তা আর হচ্ছে না৷ নির্দিষ্ট সময়সীমাতেই অবসর নিচ্ছেন রাহিল শরিফ৷ তবে সূত্রের খবর, রাহিল শরিফের সঙ্গে পাক প্রধানমন্ত্রীর সম্পর্ক বিশেষ ভাল নয়৷ বিশেষত, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সময় সে সম্পর্ক আরও খারাপ হয়৷ তারই ফল হিসাবে রাহিল শরিফকে পদ খোয়াতে হচ্ছে বলে মনে করছে বিভিন্ন মহল৷ আর বাজওয়ার যেহেতু পাক অধিকৃত কাশ্মীরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাই তাঁকে পাক সেনাপ্রধান হিসাবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে৷

Advertisement

তবে নতুন পাক সেনাপ্রধানর আমলে পাক সেনানীতি কী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে৷ তবে এক্ষেত্রে ভারতের প্রাক্তন সেনাপ্রধান বিক্রম সিং-এর আশা, সীমান্তের থেকে অভ্যন্তরীন জঙ্গি দমনেই বেশি গুরুত্ব দেবেন বাজওয়া৷ সীমান্তবর্তী এলাকায় কী ধরণের জঙ্গি কার্যকলাপ চলে সেবিষয়ে বাজওয়া যথেষ্ট অভিজ্ঞ বলেও মন্তব্য করেছেন বিক্রম সিং৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement