Advertisement
Advertisement

পিছু হটল কেন্দ্র, এনডিটিভি ইন্ডিয়ার সম্প্রচারের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ

আপাতত চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

NDTV India Ban Put On Hold
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 8:04 pm
  • Updated:September 8, 2023 6:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনডিটিভি ইন্ডিয়ার সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রসঙ্গে পিছু হটল কেন্দ্র। কেবল টিভি নেটওয়ার্ক অ্যাক্ট অ্যান্ড রেগুলেশনের বিধিভঙ্গের অভিযোগে আগামী ৯ নভেম্বর মধ্যরাত থেকে পরের দিন মধ্যরাত পর্যন্ত এনডিটিভি ইন্ডিয়ার সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই ঘটনার জেরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় মুখর হয়ে ওঠে সব মহল। মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। চ্যানেল কর্তৃপক্ষও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে। অবশেষে প্রবল বিরোধিতার মুখে পড়ে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় কেন্দ্র। আপাতত চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement