Advertisement
Advertisement

Breaking News

Coromandel Express Accident

Coromandel Express Accident: জলের দিকে তাকালেই মনে হচ্ছে রক্ত! মানসিক ‘ট্রমায়’ করমণ্ডলের বহু উদ্ধারকারী

কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এনডিআরএফের বহু কর্মীকে।

Coromandel Express Accident: NDRF teams engaged in the rescue operation in the triple train crash in Balasore were traumatised। Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:June 7, 2023 1:13 pm
  • Updated:June 7, 2023 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Accident) ভয়াবহ দুর্ঘটনায় এখনও শোকস্তব্ধ দেশ। দুর্ঘটনায় ছিন্নভিন্ন হয়ে যাওয়া বহু যাত্রীর দেহ, ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা দেহাংশের ভিড়ের দৃশ্য হৃদয়বিদারক হয়ে উঠেছে। অক্লান্ত পরিশ্রমে এনডিআরএফের দল চালিয়ে গিয়েছে উদ্ধারকাজ। চোখের সামনে অসংখ্য মানুষের ওই পরিণতির ধাক্কায় দলের বহু সদস্যই চলে গিয়েছেন ‘ট্রমা’য়। মানসিক বিপর্যয় এমন অবস্থায় পৌঁছেছে, অনেকেরই দৃষ্টিবিভ্রম হচ্ছে। চোখের সামনে কেবলই রক্ত দেখতে পাচ্ছেন তাঁরা। এমনটাই জানাচ্ছেন এনডিআরএফ কর্তা।

ঠিক কী জানিয়েছেন তিনি? এনডিআরএফের ডিরেক্টর জেনারেল অতুল কারওয়াল জানাচ্ছেন, ”আমি সম্প্রতি বালেশ্বর ট্রেন দুর্ঘটনার উদ্ধারকারীদের সঙ্গে কথা বলছিলাম। কেউ কেউ বলছিলেন, তাঁরা জল দেখলেই সেখানে রক্ত দেখতে পাচ্ছেন। আরেকজন জানাচ্ছেন, তিনি উদ্ধারকাজ থেকে ফেরার পর খাওয়ার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছেন।”

Advertisement

[আরও পড়ুন: নতুন রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহাই, ছাড়পত্র দিল রাজভবন]

নয়াদিল্লিতে বিজ্ঞান ভবনে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। সেখানেই তিনি এই প্রসঙ্গে বলেন, ”এই কাজের জন্য মানসিক ও শারীরিক ভাবে ফিট থাকা দরকার। তাই যাঁদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের কাউন্সেলিং করা হচ্ছে সুস্থ মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য।”

প্রসঙ্গত, ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত সরকারি ভাবে ২৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কমপক্ষে ১০০টি দেহ এখনও শনাক্ত করা যায়নি। এগারোশোরও বেশি যাত্রী আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন বহু। কোথায় ছিল গাফিলতি, কোন ত্রুটির জেরে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল, তা তদন্তর দায়িত্ব পেয়েছে সিবিআই।

[আরও পড়ুন: ‘বেকারত্ব ঘোচাবে না রাম, হনুমান, মন্দির’, পিত্রোদার মন্তব্যে বিতর্কের ঝড়, পালটা ‘মার’ মালব্যর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement