Advertisement
Advertisement
Ukraine

ব্রিটেনের সঙ্গে সামরিক মহড়ায় না ভারতীয় বায়ুসেনার, ইউক্রেন যুদ্ধ নিয়ে কী বার্তা দিতে চাইছে নয়াদিল্লি?

হাজার হাজার কিলোমিটার দূরে লড়াই হলেও সেই ঘটনাবলির আঁচ পৌঁছেছে ভারতে।

ndian Air Force has decided not to deploy its aircraft for multi-nation air exercise Cobra Warrior 2022 in the UK | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:February 26, 2022 11:21 am
  • Updated:February 26, 2022 11:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে উদ্বিগ্ন গোটা বিশ্ব। হাজার হাজার কিলোমিটার দূরে লড়াই হলেও সেই ঘটনাবলির আঁচ পৌঁছেছে ভারতে। এহেন ডামাডোল পরিস্থিতিতে এবার ব্রিটেনের সঙ্গে সামরিক মহড়ায় বাতিল করে নয়া জল্পনা উসকে দিল নয়াদিল্লি।

[আরও পড়ুন: ইউক্রেন আক্রমণের নেপথ্যে ‘ধর্মীয়’ যোগ! পুতিনকে ঘিরে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ব্রিটেনের বিমানবাহিনীর সঙ্গে ‘কোবরা ওয়ারিয়র-২০২২’ মহড়া বাতিল করেছে ভারতীয় বায়ুসেনা। এই সিদ্ধান্তের কথা টুইট করে বায়ুসেনা জানিয়েছে, “বর্তমান পরিস্থিতির (পড়ুন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ) কথা মাথায় রেখে কোবরা ওয়ারিয়র-২০২২ সামরিক মহড়া বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স।” বলে রাখা ভাল, মার্চের ৬ থেকে ২৭ পর্যন্ত ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলেছে কোবরা ওয়ারিয়র-২০২২ সামরিক মহড়া। সেখানে অংশ নেবে একাধিক দেশ। ওয়েডিংটনে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের বিমানঘাঁটিতে পৌঁছে যাওয়ার কথা ছিল ভারতের পাঁচটি তেজস যুদ্ধবিমানের। কিন্তু সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ব্রিটিশ বিমানবাহিনীর সঙ্গে কাল্পনিক যুদ্ধের মহড়া করার কথা ছিল বিমানগুলির। দুই বাহিনীর মধ্যে সামঞ্জস্য ও কৌশলগত বোঝাপড়া দৃঢ় করাও ওই মহড়ার অন্যতম উদ্দেশ্য।

বিশ্লেষকদের মতে, ইউক্রেনে যুদ্ধের আবহে পশ্চিমের সঙ্গে কোনও ধরনের সামরিক মহড়ায় যেতে চায় না ভারত। কারণ, এর ফলে রাশিয়ার কাছে নেতিবাচক বার্তা যাবে। আর লন্ডনের চাইতে ভারতের প্রতিরক্ষা ও বিদেশনীতির জন্য মস্কো যে বেশি গুরুত্বপূর্ণ সেই বার্তাও স্পষ্ট দিল নয়াদিল্লি। এর যথেষ্ট কারণও রয়েছে। ভারতের সুখোই যুদ্ধবিমান থেকে শুরু করে টি-৯০ ট্যাঙ্ক রাশিয়ার কাছ থেকেই কেনা। ভারতীয় সেনাবাহিনীকে সবচেয়ে বেশি অস্ত্রের জোগান দেয় মস্কো। ভারতের সীমান্তে থাবা উঁচিয়ে বসা চিনকে বাগে রাখতেও ক্রেমলিনের ভূমিকা গুরুত্বপূর্ণ।     

তাৎপর্যপূর্ণ ভাবে, ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান কী? তা জানতে আগ্রহী গোটা বিশ্ব। বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট ইঙ্গিত দেন যে এই বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রদূত যুদ্ধ থামাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মদত চেয়েছেন। সেই আবেদনে সাড়া দিয়ে পুতিনের সঙ্গে কোথায় বলেছেন নমো। কিন্তু সরাসরি রুশ আগ্রাসনকে নিন্দা জানাচ্ছে না নয়াদিল্লি। গতকাল রাষ্ট্রসংঘে আমেরিকার নিন্দা প্রস্তাবেও ভোটদান থেকে বিরত থাকে ভারত। 

[আরও পড়ুন: পুতিনের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা, তালিকায় রুশ সেনাপ্রধান এবং বিদেশমন্ত্রীও]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement