সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা উদ্ধারের লক্ষ্যে প্রথমবার ক্ষমতায় এসেই আর্থিক সংস্কারের পথে হেঁটেছে মোদি সরকার৷ দুটি বড় সিদ্ধান্ত নিয়েছে৷ প্রথমে নোট বাতিল করা হয়েছে৷ তারপর জিএসটি লাঘু করে গোটা দেশে চালু হয়েছে এক কর ব্যবস্থা৷ তবে মুখে কালো টাকা উদ্ধারের কথা বললেও, এখনও ঠিক কত পরিমাণ ব্ল্যাক মানি উদ্ধার হয়েছে তার কোনও সঠিক হিসাব দিতে পারেনি কেন্দ্র৷ যা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ তবে এবার সেই লক্ষ্যে বড়সড় সাফল্য পেল মোদি সরকার ২.০৷ জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে তাঁদের সংস্থায় বিপুল পরিমাণ অর্থ মজুত রাখা ভারতীয়দের তথ্য নয়াদিল্লির হাতে তুলে দিতে শুরু করবে সুইস ব্যাংক কর্তৃপক্ষ৷
[ আরও পড়ুন: ঝাড়খণ্ডে উদ্বোধনের একদিনের মধ্যে ভেঙে পড়ল ৪২ বছর ধরে তৈরি হওয়া বাঁধ ]
জানা গিয়েছে, সম্প্রতি ভারত সফরে এসেছিলেন সুইস ব্যাংকের ট্যাক্স ডিভিশনের ডেপুটি হেড নিকোলাস মারিও লুসচেরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল৷ রাজস্ব সচিব অজয় ভূষণ পাণ্ডে, আয়কর দপ্তরের শীর্ষ কর্তা ও সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা৷ সূত্রের খবর, সেই বৈঠকেই সুইস কর্তাদের কাছে প্রস্তাব দেন ভারতীয় প্রতিনিধিরা৷ জানান, তাঁদের সংস্থায় অ্যাকাউন্ট রয়েছে এমন ভারতীয় গ্রাহকদের তথ্য চান তাঁরা৷ এবং দীর্ঘদিনের গোনীয়তার নীতি ভেঙে সেই তথ্য ভারতের হাতে তুলে দিতে রাজি হন সুইস কর্তৃপক্ষ৷ এরপরই সেই খবর টুইটের মাধ্যমে জানায় আয়কর দপ্তর৷
[ আরও পড়ুন: খুব সাফল্য নেই, তবু বাংলায় এনআরসি’র দাবিতে জোর সওয়াল অসম বিজেপির ]
সুইস কর্তাদের সঙ্গে হওয়া বৈঠক থেকে যে আশ্বাস পেয়েছে ভারত, তাকে মোদি সরকারের বড় কূটনৈতিক জয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ কারণ, ২০১৪-তে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই কালো টাকা উদ্ধারের উপর জোর দেওয়ার কথা বলে আসছে মোদি সরকার৷ সে লক্ষ্যে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপও নিয়েছে কেন্দ্র৷ কিন্তু কত পরিমাণ কালো টাকা এখনও উদ্ধার হয়েছে, সেই হিসাব আজও জনগণের সামনে আনকে পারেনি নয়াদিল্লি৷ এমনকী তাঁদের নীতি মতোই ভারতকে
কোনও তথ্য দেয়নি সুইস ব্যাংকও৷ তবে এবার সেই নীতি থেকে সরে এল সুইজারল্যান্ডের ব্যাংটি৷ কালো টাকা উদ্ধারে ভারতকে সর্বত ভাবে সাহায্যের আশ্বাস দিল সংস্থাটি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.