Advertisement
Advertisement
Rajya Sabha

রাজ্যসভাতেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় এনডিএ, আরও চাপে বিরোধীরা

বিতর্কিত কোনও বিল পাশ করাতে আর অন্য দলের দিকে তাকাতে হবে না গেরুয়া শিবিরকে।

NDA just 3 short of majority in Rajya Sabha | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 1, 2024 9:13 am
  • Updated:March 1, 2024 9:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় সেই শুরু থেকেই সংখ্যাগরিষ্ঠ নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বাধীন এনডিএ সরকার। এতদিন যেটুকু খচখচানি ছিল সেটা ছিল রাজ্যসভা নিয়ে। ২০২৪ লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Elections) আগেই সেই খচখচানি মিটতে চলেছে। এবার রাজ্যসভাতেও কার্যত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে গেরুয়া শিবির। আর মাত্র ৩টি আসন জিতলেই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA)।

এই মুহূর্তে রাজ্যসভায় একা বিজেপির (BJP) দখলে রয়েছে ৯৭টি আসন। আর ৩ আসন পেলেই ইতিহাস গড়ে ১০০ ছুঁয়ে ফেলবে গেরুয়া শিবির। আপাতত এনডিএর দখলে ১১৮টি আসন। এমনিতে রাজ্যসভায় মোট আসন ২৪৫। কিন্তু কেন্দ্রশাসিত কাশ্মীরের ৪ আসন ফাঁকা। সেই সঙ্গে রাষ্ট্রপতি মনোনীত এক সদস্যের আসনও ফাঁকা। ফলে রাজ্যসভার (Rajya Sabha) মোট সদস্যসংখ্যা আপাতত ২৪০। ম্যাজিক ফিগার ১২১। অর্থাৎ আর ৩ আসন জোগাড় করতে পারলেই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে এনডিএ।

Advertisement

[আরও পড়ুন: সাদা জুতো পায়ে, শাহজাহান যায়! আদালতে রাজকীয় মেজাজে প্রবেশ সন্দেশখালির ‘বাদশা’র]

সদ্য শেষ হওয়া রাজ্যসভা নির্বাচনে ৫৬টি আসনের মধ্যে ৩০টিই যায় গেরুয়া শিবিরের দখলে। হিসাব মতো বিজেপির পাওয়ার কথা ছিল ২৮ আসন। কিন্তু হিমাচলপ্রদেশ এবং উত্তরপ্রদেশে ক্রস ভোটিংয়ের জেরে দুটি বাড়তি আসন দখল করে ফেলেছে গেরুয়া শিবির। যা সংখ্যাগরিষ্ঠতার আরও কাছে পৌঁছে দিল গেরুয়া শিবিরকে। লোকসভার পর রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলে কোনও বিতর্কিত বিল পাশ করাতেই আর বেগ পেতে হবে না মোদি-শাহদের।

[আরও পড়ুন: সংসারে আসছে নতুন সদস্য, তারিখ জানালেন দীপিকা-রণবীর]

মোদি সরকারের প্রথম পর্বে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এই রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় একাধিকবার আটকে যায় তিন তালাক বিল। আটকে যায় ভূমি সংস্কার বিলও। পরে বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেসের মতো দলের সমর্থনে তিন তালাক বিল পাশ করায় মোদি সরকার। কিন্তু এরপর তৃতীয়বার নির্বাচিত হয়ে এলে আর কোনও বিতর্কিত বিল পাশ করাতে অন্য দলের দিকে তাকাতে হবে না বিজেপিকে। নিজেদের জোটসঙ্গীদের সমর্থনেই বিল পাশ করাতে পারবে এনডিএ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement