Advertisement
Advertisement

Breaking News

NDA

আরও বিপাকে BJP, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জোট ছাড়ার হুমকি আরেক শরিকের

তিন দফা শর্ত রাখল দলটি।

Bengali news: NDA Ally Threatens Exit Over Farm Laws, Cites 3 Demands | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 30, 2020 7:18 pm
  • Updated:November 30, 2020 7:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া কৃষি আইন (Firm Bill, 2020) নিয়ে বিজেপির বিড়ম্বনা ক্রমশ বাড়ছে। বিতর্কিত তিন আইন প্রত্যাহারের দাবিতে আগেই জোট ছেড়েছে পুরনো শরিক অকালি দল। এবার একই পথে হাঁটতে চলেছে আরও এক শরিক। এবার কৃষি আইন প্রত্যাহারের দাবি জানাল রাষ্ট্রিয় লোকতান্ত্রিক দল বা আরএলপি (RLP)। অন্যথায় বিজেপির সঙ্গে জোট ছাড়তে পারে রাজস্থানের দলটি।

তিন কৃষি আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে কৃষক সংগঠনগুলি। দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। তাঁদের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকারও। কিন্তু শর্তসাপেক্ষে বৈঠকে বসতে রাজি নন কৃষকরা। এমন পরিস্থিতিতে জোট ছাড়ার হুঁশিয়ারি দিলেন আরএলপি প্রধান তথা রাজস্থানের সাংসদ হনুমান বেনিওয়াল (Hanuman Beniwal)।

Advertisement

[আরও পড়ুন : বারাণসী–প্রয়াগরাজ হাইওয়ে প্রকল্পের সূচনা মোদির, কৃষি আইনের পক্ষেও করলেন সওয়াল]

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে সোমবার একটি টুইট করেন হনুমান বেনিওয়াল। লেখেন, “দেশজুড়ে কৃষকদের মতামতকে প্রাধান্য দিয়ে নয়া তিন কৃষি আইনকে প্রত্যাহার করা উচিত। স্বামীনাথন কমিশনের সমস্ত প্রস্তাবকে দ্রুত বাস্তবায়িত করা হোক।” বিক্ষোভরত কৃষকদের সঙ্গে সরকারকে দ্রুত আলোচনায় বসারও পরামর্শ দিয়েছেন বেনিওয়াল। টুইটারে তিনি আরও লেখেন, “এনডিএর জোটসঙ্গী আরএলপি। কিন্তু ক্ষমতায় আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন চাষি ও জওয়ানরা। তাই তাঁদের জন্য দ্রুত কোনও পদক্ষেপ না করা হলে, এনডিএর জোটসঙ্গী থাকব কি না তা ভাবতে হবে।”

[আরও পড়ুন : ‘জঙ্গি ধরতে ইডি-সিবিআইকে সীমান্তে পাঠানো হোক’, খোঁচা শিব সেনার]

উল্লেখ্য, রাজস্থানে একটি লোকসভা আসনে জয়ী হয়েছে আরএলপি প্রার্থী। বিধানসভায়ও কিছু আসন রয়েছে তাঁদের দখলে। তবে রাজস্থানের ১০-১৫টি লোকসভা আসনে কৃষক ও জাঠদের উপর বিরাট প্রভাব রয়েছে আরএলপির। ফলে জোট ভেঙে গেলে এই অংশে বিজেপির ক্যারিশমা ধাক্কা খাবে বলেই আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement