সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের বিরুদ্ধে অসম্মান প্রদর্শন করায় এবার জেডিইউ নেতা শরদ যাদবকে নোটিস পাঠাল জাতীয় মহিলা কমিশন৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেডিইউ নেতাকে কমিশনের দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই সঙ্গেই কমিশনের সামনে নিজের বক্তব্যের সঠিক কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে যাদবকে৷ কমিশনের তরফে চিঠিতে আরও বলা হয়েছে, এই ধরনের অপমানজনক বক্তব্যের বিরোধিতা করছে কমিশন৷ একজন প্রভাবশালী ব্যক্তি যদি এই ধরনের বক্তব্য রাখেন তবে তা মহিলাদের পক্ষে বেশ ক্ষতিকর বলেও দাবি কমিশনে৷
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে এক বিবৃতে জেডিইউ নেতা শরদ যাদব বলেছিলেন, মহিলাদের সম্মান অপেক্ষা ভোটের গুরুত্ব অনেক বেশি৷ জনসাধারণকে ভোটের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, “মহিলাদের সম্মানহানি হলে তাঁর পরিবার এবং গ্রামের মানুষের সম্মান নষ্ট হয়৷ কিন্তু ভোটের সম্মান নষ্ট হলে বা ভোট বিক্রি হলে, দেশের সম্মান নষ্ট হয়৷ আমাদের ভবিষ্যতের স্বপ্ন ধ্বংসের পথে চলে যেতে পারে৷” আর যাদবের এই বক্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে৷
কিন্তু এটাই প্রথমবার নয়, যখন জেডিইউ নেতা মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য করলেন৷ এর আগেও একবার তিনি দক্ষিণ ভারতের মহিলাদের গায়ের রং ও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে দেশের বিরাগভাজন হয়েছিলেন৷ রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দক্ষিণ ভারতের মহিলাদের সম্পর্কে এমন কথা বলেন৷ তাঁর এই বক্তব্যের বিরোধিতা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ কিন্তু যাদব স্মৃতিকেও রেয়াত করেননি৷ তিনি স্মৃতির উদ্দেশ্যে বলেছিলেন, “আপনি কেমন আমার জানা আছে৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.