সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিস্তর জল্পনা, টানাপোড়েন, বিতর্কের পর শেষমেশ এনসিপির অজিত পওয়ার শিবিরের তরফে টিকিট পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী নবাব মালিক। কিছুদিন আগে পর্যন্ত দুর্নীতির অভিযোগে জেলে ছিলেন তিনি। এমনকী দাউদ ইব্রাহিমের সঙ্গেও যোগসাজশের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকী ‘ডি কোম্পানির’ সঙ্গে সরাসরি যুক্ত থাকারও অভিযোগ রয়েছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। জোট শরিক এ হেন ‘দাগী’ অভিযুক্তকে প্রার্থী করায় বিরোধীদের তোপের মুখে পড়েছে বিজেপি।
বিজেপি শুরু থেকেই নবাব মালিককে প্রার্থী করার বিরোধিতা করে আসছে। এনসিপির অজিত শিবিরের উপর বিজেপির তরফে চাপও সৃষ্টি করা হয়েছিল। প্রাথমিকভাবে নবাবকে টিকিট দেওয়া নিয়ে দোটানায় ছিলেন অজিত পওয়ারও। এতদিন তিনি যে অনুশক্তিনগর কেন্দ্রের বিধায়ক ছিলেন, সেই কেন্দ্রে নবাবের বদলে টিকিট দেওয়া হয় তাঁর মেয়েকে। তবে নবাব স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দল টিকিট দিক বা না দিক, নির্বাচনে তিনি লড়বেন।
সেই ঘোষণা মতো মনোনয়ন জমা দেওয়ার শেষদিন, মঙ্গলবার নাটকীয়ভাবে মানকুর্দ শিবাজীনগর কেন্দ্র থেকে জোড়া মনোনয়ন জমা দেন। একটি নির্দল হয়ে। অপরটি এনসিপির অজিত শিবিরের ‘ঘড়ি’ প্রতীকে। আসলে নবাব নিজেও নিশ্চিত ছিলেন না শেষপর্যন্ত এনসিপি তাঁকে টিকিট দেবে কিনা। একেবারে শেষ মুহূর্তে এনসিপির তরফে নবাবকে ‘AB’ ফর্ম দেওয়া হয়। এরপরই নবাব সদর্পে ঘোষণা করেন এনসিপির প্রার্থী হিসাবে ভোটে লড়বেন। তাতেই চাপ বেড়েছে বিজেপির। কারণ ওই কেন্দ্রে ইতিমধ্যেই আলাদা প্রার্থী দিয়ে রেখেছে জোটের আরেক শরিক শিন্ডে সেনা।
তাছাড়া বিজেপি শুরু থেকেই নবাব মালিকের প্রবল বিরোধিতা করে আসছে। বিশেষ করে নবাব মালিকের দাউদ যোগ নিয়ে অভিযোগ ওঠায় রীতিমতো তাঁকে তেড়েফুঁড়ে আক্রমণ শানিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। এবার সেই নবাব মালিককেই প্রার্থী করল গেরুয়া শিবিরের জোটসঙ্গী। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে গিয়েছে বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.