Advertisement
Advertisement

‘ধোবি কা কুত্তা’! জন্মদিনের শুভ মুহূর্তে প্রধানমন্ত্রীকে চরম অপমান

বিতর্কে এনসিপি নেতা৷

 NCP’s Majeed Memon attacks Narendra Modi, uses ‘dhobi ka kutta’ analogy
Published by: Tanujit Das
  • Posted:September 17, 2018 7:50 pm
  • Updated:September 17, 2018 7:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার ৬৮তম জন্মদিন পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশ-বিদেশ থেকে তাঁর জন্য ভেসে আসছে শুভেচ্ছা বার্তা৷ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সৌজন্য দেখিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী-সহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা৷ কেবল ব্যতিক্রম এনসিপি নেতা মজিদ মেনন৷ এমন চরম আনন্দের দিনে প্রধানমন্ত্রীকে ‘ধোবি কা কুত্তা’ বলে সম্বোধন করলেন তিনি৷ রাজনীতির ময়দানে আরও এক নির্লজ্জতার প্রমাণ রাখলেন এই এনসিপি নেতা৷ মজিদ মেননকে কার্যত এই ভাষাতেই কটাক্ষ ও সমালোচনা করছে ওয়াকিবহাল মহল৷

[নিশ্ছিদ্র প্রহরায় ঢাকছে সীমান্ত, পাক জঙ্গি রুখতে তৎপর কেন্দ্র]

Advertisement

 

মধ্যপ্রদেশের ইন্দোরে শিয়া মুসলিমদের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ দিন কয়েক আগে বক্তব্য পেশ করতে দাউদি বোহরা সম্প্রদায়ের ওই অনুষ্ঠানে যান তিনি৷ সেখানে গিয়ে বোহরা সম্প্রদায়ের ভূয়সী প্রশংসা করেন মোদি৷ জানান, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেন ইমাম হোসেন। তাঁর আদর্শ ও নীতি আজও রক্ষা করাই সকলের কর্তব্য৷ প্রধানমন্ত্রী আরও বলেন, গুজরাটের এমন কোনো গ্রাম নেই যেখানে বোহরা ব্যবসায়ী নেই। সারা দেশেই বাণিজ্যক্ষেত্রে বোহরারা আধিপত্য বিস্তার করেছেন৷

[বাম বিধায়কের বিরুদ্ধে নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, কেরলে চাঞ্চল্য]

প্রথমে প্রধানমন্ত্রীর এই সফরের চূড়ান্ত বিরোধিতা করেন এনসিপি নেতা মজিদ মেনন৷ তিনি বলেন, ২০১৯-এর ভোটকে মাথায় রেখে মোদি সেখানে গিয়েছেন৷ সংখ্যালঘু ভোট ব্যাংকের স্বার্থেই প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত, বলে সমালোচনা করেন এই এনসিপি নেতা৷ বিজেপির প্রতি হুঁশিয়ারির সুরে তিনি বলেন, এর ফলে দুই দিকের ভোটই খোয়াতে হবে পদ্ম শিবিরকে৷ এই পর্যন্ত সব ঠিকই ছিল৷ তবে এরপরেই প্রধানমন্ত্রীকে ‘ধোবি কা কুত্তা’ বলে বসেন মজিদ মেনন৷ এনসিপি নেতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তেজনা৷ এই নেতাকে বহিষ্কারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে৷ কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছিলেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম৷ মোদিকে ‘অশিক্ষিত ও মূর্খ’-ও বলেছিলেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement