সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার ৬৮তম জন্মদিন পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশ-বিদেশ থেকে তাঁর জন্য ভেসে আসছে শুভেচ্ছা বার্তা৷ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সৌজন্য দেখিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী-সহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা৷ কেবল ব্যতিক্রম এনসিপি নেতা মজিদ মেনন৷ এমন চরম আনন্দের দিনে প্রধানমন্ত্রীকে ‘ধোবি কা কুত্তা’ বলে সম্বোধন করলেন তিনি৷ রাজনীতির ময়দানে আরও এক নির্লজ্জতার প্রমাণ রাখলেন এই এনসিপি নেতা৷ মজিদ মেননকে কার্যত এই ভাষাতেই কটাক্ষ ও সমালোচনা করছে ওয়াকিবহাল মহল৷
[নিশ্ছিদ্র প্রহরায় ঢাকছে সীমান্ত, পাক জঙ্গি রুখতে তৎপর কেন্দ্র]
#WATCH NCP’s Majeed Menon makes a crude remark on PM Narendra Modi says, “Modi ji, Bohra samaj ke pass gaye iss vichaar se ki shayad musalmano ko rijhha liya jaayega, lekin na woh idhar ke rahenge na hi udhar ke, dhobi ke kutte wali baat ho jati hai.” pic.twitter.com/5lDrby0WWD
— ANI (@ANI) September 17, 2018
মধ্যপ্রদেশের ইন্দোরে শিয়া মুসলিমদের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ দিন কয়েক আগে বক্তব্য পেশ করতে দাউদি বোহরা সম্প্রদায়ের ওই অনুষ্ঠানে যান তিনি৷ সেখানে গিয়ে বোহরা সম্প্রদায়ের ভূয়সী প্রশংসা করেন মোদি৷ জানান, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেন ইমাম হোসেন। তাঁর আদর্শ ও নীতি আজও রক্ষা করাই সকলের কর্তব্য৷ প্রধানমন্ত্রী আরও বলেন, গুজরাটের এমন কোনো গ্রাম নেই যেখানে বোহরা ব্যবসায়ী নেই। সারা দেশেই বাণিজ্যক্ষেত্রে বোহরারা আধিপত্য বিস্তার করেছেন৷
[বাম বিধায়কের বিরুদ্ধে নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, কেরলে চাঞ্চল্য]
প্রথমে প্রধানমন্ত্রীর এই সফরের চূড়ান্ত বিরোধিতা করেন এনসিপি নেতা মজিদ মেনন৷ তিনি বলেন, ২০১৯-এর ভোটকে মাথায় রেখে মোদি সেখানে গিয়েছেন৷ সংখ্যালঘু ভোট ব্যাংকের স্বার্থেই প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত, বলে সমালোচনা করেন এই এনসিপি নেতা৷ বিজেপির প্রতি হুঁশিয়ারির সুরে তিনি বলেন, এর ফলে দুই দিকের ভোটই খোয়াতে হবে পদ্ম শিবিরকে৷ এই পর্যন্ত সব ঠিকই ছিল৷ তবে এরপরেই প্রধানমন্ত্রীকে ‘ধোবি কা কুত্তা’ বলে বসেন মজিদ মেনন৷ এনসিপি নেতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তেজনা৷ এই নেতাকে বহিষ্কারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে৷ কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছিলেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম৷ মোদিকে ‘অশিক্ষিত ও মূর্খ’-ও বলেছিলেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.