Advertisement
Advertisement

Breaking News

Badlapur case

বদলার আগুনে পুড়ছে বদলাপুর! ২ শিশুর যৌন নিগ্রহের তদন্তে নামল শিশুসুরক্ষা কমিশন

মঙ্গলবারের ঘটনায় ৪০ প্রতিবাদী গ্রেপ্তার, ৩০০ জনের বিরুদ্ধে FIR পুলিশের।

NCPCR team will be sent to Badlapur to probe matter, says Priyank Kanungo

প্রতীকী ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:August 21, 2024 12:46 pm
  • Updated:August 21, 2024 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডের মাঝেই মহারাষ্ট্রে দুই শিশুর যৌন নিগ্রহের ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠেছে থানের বদলাপুর। শিশু নিগ্রহের ঘটনায় বুধবার তদন্তের দায়িত্ব নিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন (NCPCR)। গোটা ঘটনার তদন্তে শীঘ্রই বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গোটা ঘটনার সাধারণ মানুষের জনরোষ ঠেকাতে কড়া হাতে মাঠে নেমেছে প্রশাসন। ৪০ জনকে গ্রেপ্তারের পাশাপাশি প্রায় ৩০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

গত ১৬ আগস্ট স্কুলের শৌচালয়ে দুই খুদে পড়ুয়ার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। অভিযুক্ত স্কুলেরই ২৩ বছরের সাফাইকর্মীর। এই ঘটনায় থানায় শিশুর পরিবার অভিযোগ জানাতে গেলে পুলিশের বিরুদ্ধে গড়িমশির অভিযোগ ওঠে। দীর্ঘ ১২ ঘণ্টা পরে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পুলিশি নিষ্ক্রিয়তার ঘটনা প্রকাশ্যে আসতেই ফুঁসে ওঠে জনতা। রেল রোকোর ডাক দিয়ে তাঁরা আন্দোলন শুরু করেন। যার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে বদলাপুরের রেল পরিষেবা। বাতিল হয় ৪২টি ট্রেন। রেল পরিষেবা স্বাভাবিক করতে রেললাইনে বসে থাকা প্রতিবাদীদের উপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি কর্তব্যে গাফিলতির অভিযোগে প্রিন্সিপাল এবং ক্লাস টিচারকে সাসপেন্ড করা। বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবা।

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তান থেকে ইরানগামী বাসে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৩৫ পুণ্যার্থী]

তাতেও অবশ্য কমছে না প্রতিবাদী কর্মসূচির ঝাঁজ। বাস পরিষেবা বন্ধ করে এই ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন বাস চালকরা। এহেন পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের মন্ত্রী দীপক কেশরকর। তিনি বলেন, প্রতিবাদীদের অনেকেই রাজনৈতিক মদতপুষ্ট। তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে জানান, সিট গঠন করে তদন্ত হবে গোটা ঘটনার। তবে তদন্তে দেরীর অভিযোগ তোলে বিরোধী শিবির। এমনকী এমনও শোনা যায়, যে স্কুলে এই ঘটনা ঘটেছে সেই স্কুলের সঙ্গে বিজেপি নেতার যোগ রয়েছে। টালমাটাল এই পরিস্থিতিতে বুধবার জাতীয় শিশু সুরক্ষা কমিশন ঘটনার বিশদ তদন্তের ভার নিল।

[আরও পড়ুন: সংরক্ষণ রক্ষার দাবিতে ভারত বনধ, বিহারে থমকে ট্রেন, বন্ধ জাতীয় সড়ক]

অন্য দিকে, মঙ্গলবারের ঘটনায় ৩০০ জন প্রতিবাদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে থানে পুলিশ। বুধবার সকাল পর্যন্ত ৪০ জনের বেশি প্রতিবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে স্কুলে ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট করার মতো অভিযোগ আনা হয়েছে। বুধবারই যৌন নিগ্রহে অভিযুক্তকে আদালতে তোলা হলে তাঁকে ২৬ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement