ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে যখন মহারাষ্ট্রজুড়ে জল্পনা ঠিক তখনই তাৎপর্যপূর্ণ ঘোষণা করলেন এনসিপি (NCP) নেতা অজিত পওয়ার। তাঁর ঘোষণা, ২০২৪ পর্যন্ত অপেক্ষা নয়, এখনই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের দাবি জানানোর জন্য তাঁরা প্রস্তুত।
পুণেতে এক সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্রের ২০২৪ সালে তাঁর মুখ্যমন্ত্রিত্বের সম্ভাবনা নিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল পওয়ারকে। জবাবে এনসিপি নেতা বলছেন,”২০২৪ পর্যন্ত অপেক্ষা কেন, আমার দল যে কোনও সময় মুখ্যমন্ত্রী পদের দাবি জানানোর জন্য প্রস্তুত।” কেন মুখ্যমন্ত্রী পদের উপর এত আসক্তি? জবাবে পওয়ার বলছেন, “২০০৪ সালে এনসিপি কংগ্রেসের (Congress) থেকে বেশি আসন পেয়েছিল। সেবার আমাদের দলের মুখ্যমন্ত্রী হওয়া উচিত ছিল। সেজন্য আর বিধানসভা নির্বাচনের জন্য অপেক্ষা নয়, যে কোনও সময় মুখ্যমন্ত্রীর পদে দাবি জানাতে পারি আমরা।”
পওয়ারের এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। কারণ, দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, ২০১৯ সালের মতো ফের এনসিপিতে (NCP) ভাঙন ধরিয়ে সদলবলে বিজেপির সঙ্গে হাত মেলাবেন অজিত। বিজেপির সঙ্গে তাঁর প্রাথমিক কথাবার্তাও নাকি হয়েছিল। এমনকী গত কয়েকদিন ধরে তাঁকে এনসিপির কোনও কর্মসূচিতেও দেখা যায়নি তাঁকে। তিনি নাকি বিরোধী শিবিরের বিধায়কদের সই পর্যন্ত সংগ্রহ করেছেন, তাদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই জল্পনার মধ্যেই মুখ্যমন্ত্রী পদের দাবি জানিয়ে জল্পনা খানিক উসকে দিলেন অজিত।
যদিও দু’দিন আগেই বিজেপির (BJP) সঙ্গে হাত মেলানোর জল্পনা উড়িয়ে দিয়েছিলেন অজিত। তিনি বলেন, “এই সব গুজবে কোনও সত্যতা নেই। আমি এনসিপিতেই আছে। আমি কোনও বিধায়কের সই সংগ্রহ করিনি। বিধায়করা আমার সঙ্গে দেখা করতে এসেছিল বটে, কিন্তু সেটা রুটিন প্রক্রিয়া।” এনসিপির ‘দাদা’ অভিযোগ করেন, দলে তাঁর অবস্থান দুর্বল করার জন্য কেউ ইচ্ছা করে তাঁকে বদনাম করার চেষ্টা করছে। এনসিপি কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু অজিত মুখে যাই বলুন, তাঁর কার্যকলাপে জল্পনা বেড়েই চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.