Advertisement
Advertisement

Breaking News

Supriya Sule

‘সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিন’, লোকসভায় সরব এনসিপির সুপ্রিয়া সুলে

এ বিষয়ে একটি প্রাইভেট মেম্বার'স বিল পেশ করেছেন তিনি।

NCP MP Supriya Sule introduces Private Member’s Bill | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 2, 2022 4:28 pm
  • Updated:April 2, 2022 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়া হোক। লোকসভায় এই দাবিতে সরব হলেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে (Supriya Sule)। এ বিষয়ে একটি প্রাইভেট মেম্বার’স (Private Member’s Bill) বিল পেশ করেছেন তিনি। সেই বিলের কপি নিজের টুইটার প্রোফাইলেও শেয়ার করেছেন ন্যাশনাল কংগ্রেস পার্টির (NCP) নেতা।

Supriya Sule

Advertisement

কয়েক বছর আগেই ৩৭৭ ধারায় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সমলিঙ্গে প্রাপ্তবয়স্ক দুই ব‌্যক্তির সম্মতিতে তাঁদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, তাকে আর অপরাধ গণ্য করা যাবে না। কিন্তু তারপরও তাঁদের মধ্যে বিয়ের কোনও নির্দেশ বা আইন এদেশে সিদ্ধ হয়নি। প্রাইভেট মেম্বার’স বিলের মাধ্যমে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিয়া দাবি করেন, LGBTQIA+ সম্প্রদায়ের মানুষজনকেও সমান অধিকার দেওয়া হোক। একে স্পেশ্যাল ম্যারেজ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২২ বলা যেতে পারে বলে জানান তিনি।

LGBTQIA+

[আরও পড়ুন: প্রাক্তন স্বামীকে দিতে হবে খোরপোশ, মহিলাকে নজিরবিহীন নির্দেশ বম্বে হাই কোর্টের]

কী স্পেশ্যাল ম্যারেজ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২২-এর প্রস্তাব?

প্রস্তাবিত এই বিলে বলা হয়,

  • যদি দুই পুরুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক হয় তাহলে সেক্ষেত্রে বয়স হতে হবে ২১।
  • সমকামী মেয়েদের বিয়ের ক্ষেত্রে এই বয়স হতে হবে ১৮।
  • স্বামী কিংবা স্ত্রী লেখার বদলে বিয়ের নথিপত্রে লেখার কথাও বলা হয় বিলে।

LGBTQIA দম্পতিদের আইনসম্মতভাবে সন্তানের লালনপালন করার অধিকার দেওয়া উচিত। পাশাপাশি এঁদের সঙ্গীর পেনশন ও অন্যান্য সরকারি সুবিধাও দেওয়া উচিত বলে জানান এনসিপি সাংসদ। উল্লেখ্য, ২০২১ সালের ফ্রেব্রুয়ারি মাসে সমলিঙ্গে বিবাহের বিপক্ষেই সওয়াল করে কেন্দ্র। দিল্লি হাই কোর্টে (Delhi High Court) একটি মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফে জানানো হয়, এই ধরনের বিয়ে ভারতীয় পরিবার পরিকাঠামোর পরিপন্থী।

[আরও পড়ুন: হস্টেলে অমানবিক নির্যাতনের শিকার! রক্তাক্ত অবস্থায় উদ্ধার ১৪ বছরের ছাত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement